Tuesday, May 21, 2024
দেশ

খুনের মামলায় রাম রহিম-সহ পাঁচজনকে যাবজ্জীবন সাজা দিল আদালত

কলকাতা ট্রিবিউন ডেস্ক: প্রায় দুই দশক আগে ম্যানেজার রঞ্জিত সিংকে হত্যার দায়ে ডেরা সাচ্চা সওদার (Dera Sacha Sauda) প্রধান গুরমিত রাম রহিম সিং (Ram Rahim) এবং আরও চারজনকে যাবজ্জীবন সাজা শোনাল আদালত। অন্য চারজন হলেন কৃষ্ণ লাল, জসবির সিং, অবতার সিং এবং সাবদিল। এই মামলার আরেক আসামি এক বছর আগে মারা গিয়েছেন।

যাবজ্জীবন সাজার পাশাপাশি, রাম রহিমকে ৩১ লাখ এবং বাকিদের ৫০ হাজার টাকা করে জরিমানা দিতে হবে। এই জরিমানার পঞ্চাশ শতাংশ রঞ্জিত সিংয়ের পরিবারকে দেওয়া হবে।

সাজা ঘোষণাকে কেন্দ্র করে অশান্তি ছড়াতে পারে, সেই আশঙ্কার কথা মাথায় রেখে পঞ্চকুলায় ফৌজদারি কার্যবিধির (CrPC) ১৪৪ ধারা জারি করা হয়। পাশাপাশি,  রোহতক, সিরসা-সহ বিভিন্ন এলাকায় কড়া পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়।

চলতি মাসের শুরুতে হরিয়ানার পঞ্চকুলার বিশেষ সিবিআই আদালত পাঁচজনকেই দোষী সাব্যস্ত করেছে। দুই অনুগামীদের ধর্ষণের দায়ে ২০১৭ সালে দোষী সাব্যস্ত হন রাম রহিম। বর্তমানে রোহতক জেলার সুনারিয়া কারাগারে বন্দী রাম রহিম। ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানিতে হাজির হন তিনি। অন্যরা সশরীরে আদালতে উপস্থিত ছিলেন।

ম্যানেজার রঞ্জিত সিংকে ২০০২ সালে গুলি করে হত্যা করা হয়েছিল। সিবিআইয়ের দাবি, রাম রহিম তার শিষ্যাদের উপর যৌন নির্যাতন চালাতেন। রাম রহিমের সন্দেহ ছিল, এই খবর বাইরে বেরনোর পিছনে হাত রয়েছে রঞ্জিতের। তাই তাঁকে হত্যা করা হয়। সিবিআইয়ের অভিযোগ, রাম রহিম ষড়যন্ত্র করে তাকে হত্যা করেন।

উল্লেখ্য, ধর্ষণ ও সাংবাদিক রাম চন্দ্র ছত্রপতিকে হত্যার দায়ে বর্তমানে ২০ বছরের সাজা (২০১৭ সালে দেওয়া) ভোগ করছেন রাম রহিম।

Ram Rahim and four others get life imprisonment in 2002 murder case

Also Read: