Sunday, October 13, 2024
রাজ্য​

‘বাংলায় বিজেপি ৩০টি আসন জিতবে’, অঙ্ক কষে বললেন অমিত শাহ

কলকাতা ট্রিবিউন ডেস্ক: পশ্চিমবঙ্গের ৪২টি লোকসভা আসনের মধ্যে এবার ৩০ টি বিজেপি জিতবে বলে দাবি করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি বলেন, ‘এবার উত্তরপ্রদেশ, বাংলা, ওড়িশা, তেলেঙ্গানা থেকে গত লোকসভা ভোটের থেকে বেশি আসন পাবো। অন্ধ্রপ্রদেশ, কেরল এবং তামিলনাড়ুতেও আমরা ভালো ফল করবো।’

অমিত শাহ বলেন, ‘২০২১ সালের বিধানসভা ভোটে বাংলায় আমরা ভালো ফল করেছিলাম। ৩ থেকে আমরা ৭৭ টি আসন পেয়েছিলাম। তার আগে পশ্চিমবঙ্গে আমাদের মাত্র ৫ শতাংশ ভোট ছিল। কংগ্রেস, সিপিএম সেখানে শূন্য পায়। এর আগে আমরা ২০১৯ সালের লোকসভা ভোটে পশ্চিমবঙ্গ থেকে ১৮টি আসনে জিতেছিলাম।’

অমিত শাহ দাবি করেন, ‘বাংলার মানুষ এখন অনুপ্রবেশ, সন্দেশখালিতে নারীদের ওপর নির্যাতন, সিএএ, কাট মানির মতো ইস্যুতে ভোট দিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী থাকার যোগ্যতা হারিয়ে ফেলেছেন। সাংবাদিকদের মতো আমাদের সমীক্ষার ওপরে নির্ভর করতে হয় না। আমরা মানুষের প্রতিক্রিয়াতেই বুঝতে পারি সম্ভাব্য ফলাফল। আমি বলছি, বাংলার ৪২টি আসনের মধ্যে বিজেপি ৩০টিতে জিতবে।’

সন্দেশখালি ইস্যুতে তৃণমূল কংগ্রেসকে নিশানা করে অমিত শাহ বলেন, ‘সন্দেশখালিতে যারা নৃশংসতা করেছে তারা যদি অতল গহ্বরে লুকিয়ে থাকলেও আমরা তাদের জেলে ঢোকাবো।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সন্দেশখালি ঘটনার প্রধান অভিযুক্ত শেখ শাহজাহান দোষী কি না তা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্পষ্ট করা উচিত।’ শাহজাহানসহ মামলার অন্য আসামিরা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হেফাজতে রয়েছে।

অমিত শাহ বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় শাহজাহান সহ সন্দেশখালিতে অভিযুক্তদের রক্ষা করার চেষ্টা করেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতাচ্যুত হবেন। কেউ এটা আটকাতে পারবে না।’

উল্লেখ্য, বিজেপি সন্দেশখালি থেকে রেখা পাত্রকে বসিরহাট লোকসভা আসন থেকে প্রার্থী করেছে। রেখা পাত্র যিনি সন্দেশখালির একজন নির্যাতিতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেশ কয়েকবার সন্দেশখালির ইস্যু তুলে ধরেছেন এবং অভিযোগ করেছেন তৃণমূল অপরাধীদের রক্ষার চেষ্টা করছে।