Friday, May 17, 2024
কলকাতা

বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়: ব্রাত্য বসু; ওদেশ থেকে চলে এলেন কেন? পাল্টা বিজেপির

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বাংলাদেশের একাধিক দুর্গাপুজো মন্ডপ এবং মন্দিরে হামলা চালিয়েছে দুষ্কৃতীরা। এই ঘটনা প্রসঙ্গে রবিবার পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) বলেন, ‘বাংলাদেশের নোয়াখালির ইসকন (ISKCON) মন্দিরে হামলার ঘটনায় সেদেশের অভ্যন্তরীণ বিষয়।’

ব্রাত্য বসু বলেন, ‘এই ঘটনার প্রতিবাদে কে কোথায় গিয়ে বিক্ষোভ দেখাবে এ নিয়ে আমি মন্তব্য করব না। উপমহাদেশে ধর্ম ও সম্প্রদায় খুবই সংবেদনশীল বিষয়। সমস্ত দেশের উচিত সে দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়া। মোদী জামানায় আমাদের দেশে যা বারবার ব্যাহত হয়েছে।’

এই মন্তব্যের এবার পাল্টা দিল বিজেপি। রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য (Shamik Bhattacharya) বলেন, ‘ভারতে সংখ্যালঘুদের নিরাপত্তা বিঘ্নিত হয়নি। উনি প্রতিভাবান নাট্যকার। ওর রাজনৈতিক সচেতনতা সম্পর্কে মানুষ জানে। প্রতিভাকে সম্মান জানিয়ে বলছি, ওর পূর্বপুরুষ ঢাকা থেকে ভারতে কেন চলে এলেন? একবার জিজ্ঞাসা করুন।’

শমীক ভট্টাচার্য আরও বলেন, আজ ওর বিবেক বলছে সর্বধর্ম সমন্বয়ের কথা, সংখ্যালঘু নিরাপত্তার কথা। ওর পূর্বপুরুষের কাণ্ডজ্ঞান বলেছিল, ধর্ম বাঁচাতে যা পালা এখান থেকে। ওপারে যে মানুষরা রয়েছেন তাঁদের সঙ্গে বেইমানি করছেন। এই ধরনের বুদ্ধিজীবীরা বাংলার সর্বনাশ করছে বলেও মন্তব্য করেন রাজ্য বিজেপির মুখপাত্র।

Its Bangladesh’s internal matter says Bratya Basu BJP’s Shamik returen him

Also Read: