Saturday, July 27, 2024
দেশ

লোকসভা ভোটের মধ্যেই CAA এর অধীনে ভারতীয় নাগরিকত্ব পেলেন ১৪ জন

কলকাতা ট্রিবিউন ডেস্ক: দেশজুড়ে কার্যকর হয়ে গিয়েছে সিএএ। এবার সিএএ এর অধীনে ১৪ জন ভারতীয় নাগরিকত্বের শংসাপত্র হাতে পেয়েছেন। সিএএ নিয়ে বিধি জারি করার পর বুধবার নাগরিকত্ব শংসাপত্রের প্রথম সেট জারি করা হয়েছে।

বিদেশমন্ত্রক জানিয়েছে, সিএএ এর অধীনে ১৪ জনকে ভারতীয় নাগরিকত্বের শংসাপত্র দেওয়া হয়েছে। সিএএ এর বিধি জারি হওয়ার পরে প্রথমবার নাগরিকত্ব দেওয়া হলো। কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় ভাল্লা নয়াদিল্লিতে এই ১৪ জনের হাতে নাগরিকত্বের শংসাপত্র তুলে দেন।

ডিরেক্টরের (সেনসাস অপারেশনস) নেতৃত্বে দিল্লির ক্ষমতাপ্রাপ্ত কমিটি তদন্ত করার পরে ওই ১৪ জন আবেদনকারীকে ভারতীয় নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত নেয়। তাদের হাতে ভারতীয় নাগরিকত্বের সার্টিফিকেট তুলে দেওয়া হয়। এদিন নাগরিকত্ব প্রদান অনুষ্ঠানে দেশের রেজিস্ট্রার জেনারেল-সহ অনেক সিনিয়র সরকারি আধিকারিক উপস্থিত ছিলেন।

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, ওয়েব পোর্টালের মাধ্যমে ভারতীয় নাগরিকত্বের জন্য আবেদন করতে হবে। এরপর ওই আবেদন পত্রটি পাঠানো হবে জেলা কমিটির কাছে। তারপর সেটি পাঠানো হবে এম পাওয়ার্ড কমিটিতে। এরপর নাগরিকত্ব প্রদান নিয়ে সিদ্ধান্ত নেয় ওই কমিটির প্রধান। ওই কমিটিতে সেনসাস প্রক্রিয়ার ডিরেক্টর ছাড়া আরও ৭ সদস্য থাকেন। তাদের মধ্যে থাকেন আইবি ফরেন রিজিওনাল রেজিস্ট্রেশন অফিসার, পোস্ট অফিস, স্টেট ইনফর্মেশন অফিসার।

উল্লেখ্য, ২০১৪ সালে ৩১ ডিসেম্বরের পর বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ধর্মীয় কারণে হিন্দু, শিখ, জৈন, বৌদ্ধ, পার্সি, খ্রিস্টান শরণার্থীদের সিএএ এর অধীনে ভারতীয় নাগরিকত্ব প্রদান করা হবে।