Friday, May 10, 2024
আন্তর্জাতিক

বাংলাদেশকে সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপুঞ্জ

কলকাতা ট্রিবিউন ডেস্ক: গত কয়েকদিনে বাংলাদেশের একাধিক দুর্গাপুজো মণ্ডপে, মন্দিরে, সংখ্যালঘুদের বাড়িতে, ব্যবসা-প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে দুষ্কৃতীরা। এই ঘটনায় রাষ্ট্রপুঞ্জের (United Nations) হস্তক্ষেপ কামনা করেন চিঠি দিয়েছিল ইসকন কর্তৃপক্ষ। সোমবার রাষ্ট্রপুঞ্জের বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে।

জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পো (Mia Seppo) বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে শেখ হাসিনা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন। পাশাপাশি, সম্প্রতি ঘটে যাওয়া ঘটনার নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন।

সোমবার সন্ধ্যায় টুইট বার্তায় মিয়া সেপ্পো লিখেছেন, ‘ফেসবুকে ছড়িয়ে পড়া গুজবের মাধ্যমে বাংলাদেশ সম্প্রতি হিন্দুদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এই ধরনের ঘটনা সংবিধানের মূল্যবোধের পরিপন্থী। এটাকে বন্ধ করা উচিত। আমরা সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিতের জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি। পাশাপাশি, একটি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক সাজার আহ্বান জানাই।’

মিয়া সেপ্পো আরও লিখেছেন, ‘বাংলাদেশ অংশগ্রহণমূলক ও সহনশীল সমাজ প্রতিষ্ঠা জোরদারের প্রয়াসে যুক্ত হতে আমরা সবার প্রতি আহ্বান জানাই।’


UN urges Bangladesh to ensure protection of minorities

Also Read: