Saturday, July 27, 2024
দেশ

ভারত এখন ‘অর্থনৈতিক সুপার পাওয়ার’: ঋষি সুনক

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ভারতের প্রশংসায় পঞ্চমুখ হলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক। ভারতকে ‘অর্থনৈতিক সুপার পাওয়ার’ হিসেবে দেখছেন তিনি। ব্রিটিশ প্রধানমন্ত্রী সোমবার বলেন, ‘ভারত, ইন্দোনেশিয়া এবং নাইজেরিয়ার মতো নতুন এবং দ্রুত বর্ধনশীল অর্থনৈতিক পরাশক্তিগুলি বিশ্ব অর্থনীতিকে নতুন আকার দিচ্ছে।’

থিঙ্ক ট্যাঙ্ক ‘পলিসি এক্সচেঞ্জ’-এ বক্তব্য রাখার সময় সুনক বলেন, অর্থনৈতিক পরাশক্তি হিসাবে ভারতের উত্থান ঘটছে। ভারত প্রযুক্তিগত অগ্রগতির দ্বারা চালিত একটি গতিশীল এবং উদ্ভাবনী অর্থনীতি। গত ৩০ বছরের তুলনায় আগামী ৫ বছরে আরও বেশি পরিবর্তন হবে।’

সুনক বলেন, ‘করোনা পরবর্তী সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দার ঝুঁকির মধ্যে সফলভাবে নিজের লক্ষ্যে স্থির থেকেছে ভারত।’

উল্লেখ্য, গত সেপ্টেম্বরে দিল্লিতে অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের সঙ্গে আলোচনার পরে ব্রিটেনের চ্যান্সেলর অফ দ্য এক্সচেকার, জেরেমি হান্ট বলেছিলেন, ‘আমি ভারতকে এশিয়ার সিলিকন ভ্যালি এবং ব্রিটেনকে ইউরোপের সিলিকন ভ্যালি হিসাবে দেখছি। ভারত এবং ইংল্যান্ড এক সঙ্গে অনেক কিছু নিয়ে কাজ করতে পারি।’