Saturday, July 27, 2024
রাজ্য​

‘মা, মাটি, মানুষ’ বদলে মমতার স্লোগান এখন ‘মোল্লা, মাদ্রাসা আর মাফিয়া’ হয়ে গেছে: অমিত শাহ

কলকাতা ট্রিবিউন ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলার তুষ্টিকরণের রাজনীতি নিয়ে তৃণমূল সুপ্রিমো এবং বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন। বীরভূমে একটি রাজনৈতিক সভায় ভাষণ দিতে গিয়ে অমিত শাহ বলেন, তৃণমূলের ‘মা, মাটি, মানুষ’ স্লোগান বদলে ‘মোল্লা, মাদ্রাসা, মাফিয়া’ হয়ে গেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তুষ্টির রাজনীতির কারণে, রাজ্যে মোল্লাদের উৎসাহিত করা হচ্ছে, মাদ্রাসাগুলি সমস্ত জনগণের অর্থ গ্রহণ করছে এবং মাফিয়াদের রাজ্যে মানুষকে লুট করার অবাধ সুযোগ দেওয়া হচ্ছে।’

অমিত শাহ বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে অবৈধ অনুপ্রবেশ নিয়েও কথা বলেছেন। এটা বন্ধ করার কথা বলেছেন। পাশাপাশি ভারতে আশ্রয় নেওয়া নিপীড়িত সংখ্যালঘুদের নাগরিকত্ব দেওয়ার জন্য সিএএ লাগু করা হচ্ছে বলে জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় অবৈধ অভিবাসীদের স্বাগত জানান। কারণ তারা তার ভোটব্যাঙ্ক, তবে নির্যাতিত সংখ্যালঘুদের ভারতীয় নাগরিকত্ব দেওয়াতে তার সমস্যা রয়েছে। বিরোধী নেতারা রাম মন্দির প্রাণ প্রতিষ্টার জন্য আসেননি কারণ এটা করলে তাদের অবৈধ অভিবাসীদের ভোটব্যাঙ্ককে আঘাত করা হতো।