Friday, May 17, 2024
আন্তর্জাতিক

দুর্গাপুজো মণ্ডপে হামলার ঘটনা পূর্বপরিকল্পিত: বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

কলকাতা ট্রিবিউন ডেস্ক: অষ্টমীর রাতে বাংলাদেশের একাধিক দুর্গাপুজো মন্ডপে হামলার ঘটনা ঘটে। এরপর দশমীতেও বাংলাদেশের বিভিন্ন স্থানে দুর্গাপুজো মন্ডপ, মন্দিরে হামলার ঘটনা ঘটে। রবিবার রাতেও রংপুরের ৩ গ্রাম জ্বালিয়ে দেয় দুষ্কৃতীরা। এই ঘটনা প্রসঙ্গে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেন, ‘হামলার ঘটনা পূর্বপরিকল্পিত। তবে দুষ্কৃতীদের আইনের আওতায় এনে কড়া শাস্তি দেওয়া হবে।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘অনেক কিছু দেখে অনেক কিছু অনুমান করেছি আমরা। এখন শুধুমাত্র প্রমাণের অপেক্ষায় আছি। আমাদের হাতে প্রমাণ এলেই সকলের সামনে তা তুলে ধরা হবে। আমরা নিশ্চিত এটা উদ্দেশ্য প্রণোদিত। এই হামলা হামলা পূর্বপরিকল্পিত। পরিস্থিতি অস্থির করে তুলতে এবং সম্প্রীতির পরিবেশ নষ্ট করতেই এই হামলা করা হয়েছে। আমাদের দেশের মানুষ ধর্মভীরু হতে পারে কিন্তু তারা ধর্মান্ধ নয়।’

উল্লেখ্য, কোরআন শরিফের অবমাননার অভিযোগ তুলে হামলা চালানো হয় দুর্গাপুজো মণ্ডপে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা সত্ত্বেও বাংলাদেশের হামলার থেমে নেই। অষ্টমীর পরে দশমী, তারপরে শনিবার এমনকি রবিবার রাতেও সংখ্যালঘুদের ওপর হামলার ঘটনা ঘটেছে।

Attacks on Durga Puja pandals pre-planned says Bangladesh Home Minister

Also Read: