Friday, May 10, 2024
আন্তর্জাতিক

এবার বাংলাদেশের রংপুরে ৩টি গ্রামের হিন্দুদের বাড়িঘরে আগুন

কলকাতা ট্রিবিউন ডেস্ক: একাধিক দুর্গাপুজো মন্ডপে হামলার ঘটনায় উত্তপ্ত গোটা বাংলাদেশ (Bangladesh)। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বাংলাদেশ সরকারের তরফে। কিন্তু তারপরেও ফের অশান্তির খবর। রবিবার রাত ১০টা নাগাদ (ভারতীয় সময় ৯ টা ৩০ মিনিট) রংপুর জেলার পীরগঞ্জে হিন্দুদের বাড়িঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। – The Daily Star, BBC Bangla

পুলিশ জানিয়েছে,ফেসবুকে একটি কমেন্টকে কেন্দ্র করে পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের মাঝিপাড়া, বটতলা ও হাতীবান্ধা গ্রামে অন্তত ২০টি বাড়ি-ঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে নিয়ে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে বলেন পুলিশের তরফে জানানো হয়েছে।

রংপুরের জেলা প্রশাসক আসিফ আহসান বলেন, ‘ফেসবুক কমেন্টকে কেন্দ্র করে করিমগঞ্জ গ্রামে উত্তেজনা তৈরি হয়। খবর পেয়েই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং জনপ্রতিনিধিদের সঙ্গে নিয়ে সেখানে যাই আমরা। বর্তমানে পরিস্থিতি শান্ত।’

রংপুর জেলার সহকারী পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান জানান, “ভালবাসার প্রস্তাব নামে একটি ফেসবুক আইডির প্রোফাইল ফটোতে কাবা শরীফের ছবি ছিল। সেখানে ওই কমেন্ট করা হয়। তবে এটা ফেক আইডি হবে বলে আমরা ধারণা করছি – নামেই বোঝা যায়। কিন্তু উত্তেজিত জনতা হিন্দুদের ঘরবাড়িতে আগুন দিয়েছে।”

সোমবার সকাল ৮ নাগাদ কামরুজ্জামান জানান, ‘ওই এলাকায় পুলিশ, বিজিবি ও র‍্যাবের সদস্য মোতায়েন রয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে।’

উল্লেখ্য, এর আগে কুমিল্লায় কোরআন ‘অবমাননা’ করা হয়েছে বলে গুজব ছড়িয়ে মৌলবাদীরা বেশ কয়েকটি জেলায় দুর্গাপুজো মন্ডপের প্রতিমা, মন্দির ও ব্যবসা প্রতিষ্ঠান হামলা চালায়। এ ছাড়া, গত শুক্র ও শনিবারও মন্দিরে হামলার ঘটনা ঘটেছে।

Mob burns down 20 Hindu homes in Rangpur

Also Read: