Saturday, July 27, 2024
দেশ

মোদীরই তৃতীয়বার দেশের প্রধানমন্ত্রী হওয়া উচিত, বিরোধীরা জিতলে দেশ দুর্বল নেতৃত্বের হাতে চলে যাবে: সুন্নি ওয়াকফ বোর্ডের প্রধান

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বিজেপি বিরোধীরা গেরুয়া শিবিরকে বরাবরই হিন্দুত্ববাদী এবং মুসলিম বিদ্বেষী দল হিসেবে দাবি করে। বিজেপি মুসলিম মহিলাদের জন্য তিন তালাক বাতিল করেছে। অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর করার ঘোষণা দিয়েছে। ইতিমধ্যেই বিজেপি শাসিত রাজ্য উত্তরাখন্ডে লাগু করা হয়েছে অভিন্ন দেওয়ানি বিধি। এছাড়া সিএএ আইনে একমাত্র মুসলিমদের বাদ রাখা হয়েছে। দেশজুড়ে বিজেপি মাদ্রাসা বন্ধ করে সাধারণ স্কুলের দাবি জানিয়েছে। মুসলিম সংরক্ষণ তুলে দেওয়ার কথাও জানিয়েছে গেরুয়া শিবির। এসব নিয়ে দেশজুড়ে বিতর্ক হয়েছে অনেক। কিন্তু লোকসভা ভোট পর্বের মধ্যে উত্তরাখন্ড সুন্নি ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান তথা হরিদ্বারের সাবির সাহেব দরগার প্রধান সাদাব সামস প্রকাশ্যে নরেন্দ্র মোদীকে সমর্থন করলেন।

সাদাব সামস বলেন, ‘আমি লোকসভা ভোটে মোদীজির জয়ের জন্য প্রার্থনা করেছি। তিনি যেভাবে ভারতকে বিশ্বের সামনে শক্তিশালী রাষ্ট্র হিসেবে তুলে ধরেছেন তা প্রশংসার দাবি রাখে। মোদীরই তৃতীয়বার দেশের প্রধানমন্ত্রী হওয়া উচিত।’

সাদাব সামসের আশঙ্কা লোকসভা ভোটে বিরোধীরা জিতলে দেশ ফের দুর্বল নেতৃত্বের হাতে চলে যাবে। লোকসভা ভোটে মোদী নেতৃত্বাধীন বিজেপির জয় কামনা করে সাবির সাহেব দরগায় চাদর চড়ান। 

তিনি বলেন, ‘পুরো বিশ্ব যুদ্ধের মেঘে ঢেকে যাচ্ছে। বিশৃঙ্খলা ও সংঘাতের আবহাওয়া বিভিন্ন দেশকে গ্রাস করেছে। এমন সময় ভারতের প্রয়োজন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বলিষ্ঠ নেতৃত্ব।’

বিজেপি বিরোধীদের তরফে গেরুয়া শিবিরের বিরুদ্ধে মুসলিম বিদ্বেষের অভিযোগ সম্পূর্ণ খারিজ করে দেন তিনি। সাদাব সামস বলেন, ‘ভারতের মুসলিমদের কোনও সঙ্কট নেই।’ NDTV