Monday, May 20, 2024
দেশ

মেয়েদের আত্মরক্ষার পাঠ দিতে ‘সেলফ-ডিফেন্স প্রোগ্রাম’ চালু করল জম্মু-কাশ্মীর পুলিশ

কলকাতা ট্রিবিউন ডেস্ক: যেকোনও প্রতিকূল পরিস্থিতিতে নিজেদের সুরক্ষার দায়িত্ব নিজেকেই নিতে হবে। মেয়েদের আত্মরক্ষামূলক প্রশিক্ষণের (self-defence training for girls) ব্যবস্থা করল জম্মু ও কাশ্মীর পুলিশ (Jammu and Kashmir police)। মেয়েদের জন্য ‘মিশন শক্তি (Mission Shakti)’ নামে এই প্রশিক্ষণ কর্মসূচি উধমপুর (Udhampur) জেলায় এক মাসব্যাপী চলবে।

এক মাসে মার্শাল আর্ট ও সেলফ-ডিফেন্সের বিভিন্ন কসরত শেখানো হবে মেয়েদের। জেলার ৪৫টি বিভিন্ন স্কুল ও কলেজ ছাত্রীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

এ প্রসঙ্গে একজন শারীরিক শিক্ষার শিক্ষক (Physical Education teacher) বলেন, ‘এই প্রশিক্ষণটি মিশন শক্তি কর্মসূচির আওতায় আয়োজিত হচ্ছে। মেয়েদের এখানে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। তাদের বাবা-মা, তাদের নিরাপত্তা তাদের সঙ্গে সবসময় থাকতে পারে না। তাই যেকোনও প্রতিকূল পরিস্থিতিতে চটজলদি সিদ্ধান্ত নেওয়া, আত্মরক্ষার বিভিন্ন কৌশল এই কর্মসূচির আওতায় শেখানো হবে।’

প্রশিক্ষণে অংশ নেওয়া স্নেহা পাঠক বলেন, ‘গ্রাম থেকে যে মেয়েরা শহরে আসে তাদের আত্মরক্ষার কৌশল সম্পর্কে কোনও সচেতনতা নেই। পুলিশ তাদের বিষয়গুলি সম্পর্কে সচেতন করছে।’ অংশগ্রহণকারী শিক্ষার্থীরা প্রশিক্ষণে অংশ নিতে পেরে আনন্দিত।

প্রশিক্ষণে অংশ নেওয়া প্রিয়াঙ্কা দেবী বলেন, ‘এই প্রশিক্ষণের পরে যখনই আমরা কোনও সমস্যার মুখোমুখি হব, আমরা নিজেরাই নিজেদের সুরক্ষা নিশ্চিত করতে সক্ষম হবো।’

পুলিশের তরফে বলা হয়েছে, ‘জনবহুল এলাকা বা মেলায় মেয়েদের উপর হামলার ঘটনায় পুলিশ পৌঁছানোর আগেই দুষ্কৃতীরা পালিয়ে যায়। মেয়েরা যদি নিজেদের সুরক্ষায় কিছু কৌশল আয়ত্ত করে রাখে তাহলে এই ঘটনা অনেকটাই রোখা যাবে। অনেক সময় মেয়েদের উপস্থিত বুদ্ধির জোরে দুষ্কৃতীরা ধরা পড়ে যান। সেজন্যই স্কুল এবং কলেজের মেয়েদের আত্মরক্ষার পাঠ দেওয়া হচ্ছে।’

Mission Shakti by JK Police to provide one-month self-defence training for girls

Also Read: