Thursday, December 5, 2024
কলকাতা

মন্দিরে হামলার ঘটনা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়: ব্রাত্য বসু

কলকাতা ট্রিবিউন ডেস্ক: গত কয়েকদিনে বাংলাদেশের একাধিক দুর্গাপুজো মন্ডপ এবং মন্দিরে হামলা চালিয়েছে দুষ্কৃতীরা। এই ঘটনা প্রসঙ্গে এবার মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। রবিবার বিজয়া উৎসব উপলক্ষে দমদমের মমতাময়ী ভবনে একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি বলেন, ‘বাংলাদেশের নোয়াখালির ইসকন (ISKCON) মন্দিরে হামলার ঘটনায় সেদেশের অভ্যন্তরীণ বিষয়। তাই এ বিষয়ে তিনি কোনও মন্তব্য করতে চান না।’

ব্রাত্য বসু বলেন, ‘এই ঘটনার প্রতিবাদে কে কোথায় গিয়ে বিক্ষোভ দেখাবে এ নিয়ে আমি মন্তব্য করব না। উপমহাদেশে ধর্ম ও সম্প্রদায় খুবই সংবেদনশীল বিষয়। সমস্ত দেশের উচিত সে দেশের সংখ্যালঘুদের নিরাপত্তা দেওয়া। মোদী জামানায় আমাদের দেশে যা বারবার ব্যাহত হয়েছে।’

ব্রাত্য বসু বলেন, ‘পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) সমস্ত ধর্ম, বর্ণের মানুষকে সমানভাবে নিরাপত্তা নিশ্চিত করেছেন। কেউ কেউ সেটা যদি ভাঙাতে চাইলে আমাদের প্রশাসন সেটা রুখে দেবে। উৎসবের মরশুম, কেউ প্ররোচনা তৈরি করতে চাইলে মেনে নেবেন না।’

উল্লেখ্য, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর হামলার প্রতিবাদে নেমেছে বিজেপি। এ বিষয়ে ব্রাত্য বসুর কটাক্ষ, ‘বিজেপি ধর্মী নামে বিভাজনের চেষ্টা করেছিল ভোটের আগে। কিন্তু পারেনি। দমদমে যেখানে ১.২৭ শতাংশ সংখ্যালঘু রয়েছেন। সেখানেও আমরা ২৭ হাজার ভোটে জিতেছি। বিজেপির বিভাজনের রাজনীতি ফেল করেছে। এ রকম করতে থাকলে পুরসভা, পঞ্চায়েত ভোটেও আমরা জিতব।’

ISKCON’s case is an internal matter of Bangladesh says Bratya Basu

Also Read: