Friday, May 17, 2024
দেশ

Kashmiri Pandits: কাশ্মীরি পণ্ডিতদের জন্য নয়া পোর্টাল চালু করল কেন্দ্র, এবার ফিরে পাবেন তাঁরা হারানো সম্পত্তি

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ক্ষমতায় আসার পরেই কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার (Center BJP Govt) উদ্বাস্তু কাশ্মীরি পণ্ডিতদের পূনর্বাসনের বিষয়ে আশ্বস্ত করেছিল। সেই অনুযায়ী ঘরছাড়া কাশ্মীরি পণ্ডিতদের সুরক্ষার্থে একের পর এক সিদ্ধান্ত কার্যকর করছে মোদী সরকার (Modi Govt)। এবার কাশ্মীরি পণ্ডিতদের (Kashmiri Pandits) হারানো সম্পত্তি (properties) ফিরিয়ে দেওয়ার জন্য নয়া পোর্টাল (Portal) চালু করল জম্মু-কাশ্মীর প্রশাসন (Jammu and Kashmir Administration)। পোর্টালের লিঙ্ক হল- http://jkmigrantrelief.nic.in

কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন কাশ্মীরি পণ্ডিতরা। এবার থেকে এই পোর্টালের মাধ্যমেই খুব সহজে হারানো সম্পত্তি ফিরে পাওয়ার আবেদন জানাতে পারবেন কাশ্মীরি পণ্ডিতরা। এ বিষয়ে সংবাদমাধ্যমকে কাশ্মীরি পণ্ডিতরা বলেন, জম্মু-কাশ্মীর থেকে আমাদের বিতাড়িত করার সময় হাজার হাজার কাশ্মীরি পণ্ডিত তাঁদের সম্পত্তি ফেলে চলে গিয়েছিল। যা পরবর্তীতে অন্যরা দখল করে নিয়েছে কিংবা বাধ্য হয়ে জলের দামে বিক্রি করতে হয়েছিল। এবার তারা ন্যায়বিচার পাবেন।

জম্মু-কাশ্মীর প্রশাসন এবার এমন একটি ব্যবস্থা করেছে যা কাশ্মীরি পণ্ডিতদের সুরক্ষা নিশ্চিত করবে। পূর্বের আইনগুলির কিছু সংশোধনও করা হয়েছে, বিশেষ করে, ১৯৭৬ এবং ১৯৯৭ সালের আইনে। জেলা কমিশনাররা এবার থেকে নিশ্চিত করবেন যে কোনও অভিযোগ নথিভুক্ত হলে সেখানে অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে।

যেসব কাশ্মীরি পণ্ডিতরা নির্যাতনের হাত থেকে বাঁচতে অন্য রাজ্যে চলে গিয়েছেন তাঁদের পোর্টালে নিবন্ধন করতে হবে। তাঁদের সম্পত্তি কোথায় এবং তাঁরা কবে সেই সম্পত্তি ছেড়ে চলে গেছে তা উল্লেখ করতে হবে। উপরন্তু, তাঁদের ওই সম্পত্তিতে বর্তমানে কোনও দখলদার দখল করে রেখেছেন কিনা তাও উল্লেখ করতে বলা হয়েছে।

এর আগে গত আগস্টে জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা (Governor Manoj Sinha) কাশ্মীরি পণ্ডিতদের জন্য স্থাবর সম্পত্তি আইন সম্পূর্ণরূপে বাস্তবায়নের নির্দেশ দিয়েছিলেন। সিনহা কর্তৃপক্ষকে জম্মু ও কাশ্মীরের অভিবাসী স্থাবর সম্পত্তি আইন ১৯৯৭ লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দেন।

প্রশাসনের তরফে বলা হয়েছে, এই আইনের লঙ্ঘনের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। সিনহা কর্তৃপক্ষকে জরিপ পরিচালনা এবং অভিবাসীদের বাধ্য হয়ে ফেলে চলে যাওয়া সম্পত্তির হিসাব নেওয়ারও নির্দেশ দিয়েছেন। উল্লেখ্য, ইতিমধ্যেই কাশ্মীরি পণ্ডিতদের ভূ-স্বর্গে ফেরাতে অনেকগুলি ফ্লার্ট তৈরি করা হয়েছে কেন্দ্রীয় সরকারের তরফে।

Jammu and Kashmir Administration Launches Portal For Kashmiri Pandits

Read More News: