Thursday, May 2, 2024
দেশ

Allahabad High Court: গরুকে দেশের জাতীয় পশু হিসেবে স্বীকৃতি দেওয়া হোক: হাইকোর্ট

কলকাতা ট্রিবিউন ডেস্ক: গরুকে (Cow) ভারতের জাতীয় পশু (National Animal) হিসেবে স্বীকৃতি দেওয়া হোক। বুধবার এমনটাই রায় দিল উত্তরপ্রদেশের (Uttar Pradesh) এলাহাবাদ হাইকোর্ট (Allahabad high court)। একটি রায়ের পর্যবেক্ষণে এই সুপারিশ করে আদালত। বিচারপতি শেখর কুমার যাদবের সিঙ্গেল বেঞ্চ বলেছে, গো-রক্ষা হিন্দুদের মৌলিক অধিকার হওয়া উচিৎ। ভারতীয় সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ হল গরু। গো-সুরক্ষায় কেন্দ্রীয় সরকারের (Central government) আইনও প্রণয়ন করা উচিত বলেও অভিমত হাইকোর্টের।

এদিন এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি শেখর কুমার যাদব কেন্দ্রীয় সরকারকে ‘গরু সুরক্ষার’ জন্য সংসদে একটি বিল আনার পরামর্শ দেয়। তিনি বলেন, গরু সুরক্ষা হিন্দুদের মৌলিক অধিকার হওয়া উচিৎ। তাই কেন্দ্রীয় সরকারের উচিত সংসদে গো-সুরক্ষা বিল উত্থাপন করা। পাশাপাশি, বিচারপতি কেন্দ্রীয় সরকারকে গরুকে জাতীয় পশু ঘোষণা করার পরামর্শ দেন।

বিচারপতি যাদব বলেন, “পরিস্থিতির কথা মাথায় রেখে গরুকে অবশ্যই জাতীয় পশু ঘোষণা করা উচিত এবং গরু সুরক্ষা হিন্দুদের মৌলিক অধিকার হওয়া উচিত। কারণ যখন দেশের সংস্কৃতি ও বিশ্বাসে আঘাত লাগে, তখন দেশ দুর্বল হয়ে পড়ে।”

বিচারপতি শেখর কুমার যাদব বলেন, বেদ এবং মহাভারতের মতো প্রাচীন লেখায় গরুকে গুরুত্বপূর্ণ অংশ তুলে হিসেবে ধরা হয়েছে। যা ভারতের সংস্কৃতির ধারক-বাহক। গো-সুরক্ষায় সংসদে বিল পেশ করা উচিত। যারা গরুর ক্ষতি করছেন, তাদের শাস্তি দেওয়ার জন্য কঠোর আইন প্রণয়ন করা হোক।

জাভেদ (৫৯) নামে এক ব্যক্তির জামিনের শুনানিতে এই পরামর্শ দেয় আদালত। অভিযুক্ত জাভেদের বিরুদ্ধে অভিযোগ, তিনি গরু চুরি করেন, হত্যা করেন, মুণ্ডচ্ছেদ করেন এবং গো-মাংস রাখেন। আদালতে তার জামিনের আবেদন করা হয়েছিল। হাইকোর্ট তার জামিনের আবেদন খারিজ করে দিয়েছে। আদালতের পর্যবেক্ষণ, অভিযুক্তকে যদি জামিনে মুক্ত করা হয়, তাহলে তিনি ফের একই অপরাধ করবেন।

Allahabad HC judge to Centre: Make cow national animal

Read More News: