Friday, May 17, 2024
দেশ

Rs 125 commemorative coin: ইসকনের প্রতিষ্ঠাতার জন্মজয়ন্তী উপলক্ষ্যে ১২৫ টাকার স্মারক মুদ্রার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ১ সেপ্টেম্বর ইসকনের (ISKCON) প্রতিষ্ঠাতা শ্রী ভক্তিবেদান্ত স্বামী প্রভূপাদের (Sri Bhaktivedanta Swami Prabhupada) ১২৫ তম জয়ন্তী উপলক্ষ্যে ১২৫ টাকার স্মারক মুদ্রা (Rs 125 commemorative coin) প্রকাশ কেন্দ্রের মোদী সরকার (Modi Sarkar)। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi) ১২৫ টাকার এই বিশেষ কয়েনের (125 Rupee Coin) শুভ উদ্বোধন করেন।

বুধবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে ১২৫ টাকার এই স্মারক মুদ্রা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জি কিষাণ রেড্ডিও। প্রধানমন্ত্রী বলেন, ‘‌আজ আমরা স্বামী প্রভূপাদের জন্মজয়ন্তী পালন করছি। ধ্যান ও ভক্তিতে মনে যেমন প্রশস্তি আসে, তেমনই অনুভূতি হচ্ছে। গোটা বিশ্বে প্রভূপাদের লাখ লাখ ভক্ত রয়েছেন, তাঁরাও একই প্রশস্তি উপভোগ করছেন।’

১২৫ টাকার স্মারক মুদ্রা

স্বামী প্রভুপাদকে একজন মহান কৃষ্ণভক্ত বলে অভিহিত করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘‌বিশ্বজুড়ে কয়েকশো ইসকনের মন্দির রয়েছে। এই সকল মন্দিরের মাধ্যমে ভারতীয় সংস্কৃতি গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে। ইসকন গোটা বিশ্বকে বুঝিয়ে দিয়েছে, ভারতীয় সংস্কৃতির উপর বিশ্বাসের মানে হল, উদ্যম আর উৎসাহ। মানবিকতা বিশ্বাসের অপর নাম।’

পাশাপাশি, বিভিন্ন দুর্যোগ মোকাবিলায় ইসকনের ভূমিকাও তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, ২০০১ সালে গুজরাটের কচ্ছে ভয়াবহ ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল। ইসকন তখন মানুষের সহায়তায় এগিয়ে এসেছিল। উড়িষ্যা হোক কিংবা পশ্চিমবঙ্গ যেখানেই প্রাকৃতিক দুর্যোগ দেখা দিয়েছে ইসকন তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।

PM Modi to release Rs 125 commemorative coin to 125th birth anniversary of AC Bhaktivedanta Swami

Read More News:

Allahabad High Court: গরুকে দেশের জাতীয় পশু হিসেবে স্বীকৃতি দেওয়া হোক: হাইকোর্ট

India GDP: ঘুরে দাঁড়াচ্ছে ভারতের অর্থনীতি, জিডিপি বৃদ্ধি পেয়েছে ২০.১ শতাংশ

Narayan Rane: মহারাষ্ট্রকে পশ্চিমবঙ্গ হতে দেব না: নারায়ণ রানে

আফগানিস্তানের হিন্দু ও শিখদের বর্তমান পরিস্থিতিই বলছে CAA প্রয়োজন: হরদীপ সিং পুরী