Friday, June 20, 2025
দেশ

Narayan Rane: মহারাষ্ট্রকে পশ্চিমবঙ্গ হতে দেব না: নারায়ণ রানে

কলকাতা ট্রিবিউন ডেস্ক: মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে সম্পর্কে বিতর্কিত মন্তব্য করার জন্য মঙ্গলবার গ্রেফতার করা হয়েছিল কেন্দ্রীয় মন্ত্রী নারায়ণ রানেকে (Narayan Rane)। প্রায় নয় ঘণ্টা পুলিশ হেফাজতে থাকার পর জামিনে মুক্তি পেয়েছেন তিনি। জামিনে মুক্তি পেয়েই শিব সেনার (Shiv Sena) বিরুদ্ধে ফের আক্রমণ শানালেন তিনি। শিব সেনাকে আক্রমণ করে নারায়ণ রানে বলেন, ‘মহারাষ্ট্রকে তো আর পশ্চিমবঙ্গে পরিণত হতে দিতে পারি না। শিব সেনা রাজ্যে কয়েকদিনের অতিথি মাত্র।’

এদিকে, রানের গ্রেফতারির পর মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বিতর্কিত মন্তব্যের একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে উদ্ধব ঠাকরেকে (Uddhav Thackeray) উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে (Yogi Adityanath) চপ্পল দিয়ে মারার কথা বলেন। তার সেই মন্তব্যের ভিডিও সোশ্যাল মিডিয়ায় (Social Media) ব্যাপক ভাইরাল হয়েছে।

জানা গেছে, বছর কয়েক আগে চপ্পল পায়ে দিয়ে শিবাজীর (Shivaji) মূর্তিতে মাল্যদান করেন যোগী আদিত্যনাথ। তারপরই বিতর্কিত ওই মন্তব্য করে বসেন উদ্ধব ঠাকরে। রানের গ্রেফতারির পর সেই ভিডিও নতুন করে ভাইরাল হয়।

সম্প্রতি জন আশীর্বাদ যাত্রায় রানে বলেন, ‘এটা লজ্জার বিষয় যে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে জানেন না, ভারত কত সালে স্বাধীনতা অর্জন করেছিল। ১৫ আগস্ট ভাষণ দেওয়ার সময় ভাষণ থামিয়ে অন্যদের কাছে তিনি জিজ্ঞাসা করেন, ‘এবার স্বাধীনতার কততম বছর?’ রানের প্রশ্ন, দেশের কততম স্বাধীনতা তা কিভাবে ভুলে যেতে পারেন উদ্ধব? এরপরেই বিতর্কের জন্ম দিয়ে রানে বলেন, ‘আমি যদি সেখানে থাকতাম, তাহলে তাঁকে কষিয়ে চড় মারতাম।’ এহেন কুরুচিকর মন্তব্য করার অপরাধে রানের বিরুদ্ধে ৪টি এফআইআর দায়ের করা হয়।