আফগানিস্তানের হিন্দু ও শিখদের বর্তমান পরিস্থিতিই বলছে CAA প্রয়োজন: হরদীপ সিং পুরী
কলকাতা ট্রিবিউন ডেস্ক: আফগানিস্তান তালিবানদের দখলে যাওয়ার পরে ভয়ে দেশত্যাগ করছেন আফগান নাগরিকরা। তালিবান আফগানিস্তানের রাজধানী কাবুলের দখল নেওয়ার ২৪ ঘন্টার মধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়, অমুসলিম আফগানি শরণার্থীদের নাগরিকত্ব দেবে ভারত। এ প্রসঙ্গে রবিবার কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী (Hardeep Singh Puri) বলেন, “ভারতের প্রতিবেশী দেশে সাম্প্রতিক সময়ে যা ঘটছে তা উদ্বেগজনক। শিখ ও হিন্দুরা ভয়াবহ সময়ের মধ্যে যাচ্ছেন। এসব ফের একবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে নাগরিকত্ব সংশোধনী আইন (CAA) কেন প্রয়োজনীয়।”
উল্লেখ্য, রবিবারই ভারতীয় বিমান বাহিনী বিশেষ বিমানে করে ১৬৮ জনকে কাবুল থেকে ভারতে নিয়ে এসেছে। তাদের মধ্যে ২8 জন আফগান শিখ এবং হিন্দু রয়েছে। আফগানিস্থানের অমুসলিম শরণার্থীদের সম্পর্কে হরদীপ সিং পুরী বলেন, “ধর্মীয় সংখ্যালঘুরা একটি দুঃখজনক সময় পার করছেন।” তিনি বলেন, “কেবল নিজেদের দেশের নাগরিকই নয়, একইসঙ্গে সংখ্য়ালঘু শিখ ও হিন্দুরা, যারা ভারতে আসতে চান, তাঁদেরও আশ্রয় দেওয়া হবে। আফগান ভাই-বোনেরা, যারা ভারতের সাহায্যের দিকে তাঁকিয়ে রয়েছেন, তাঁদের সর্বসম্মতভাবে সাহায্য করবে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার।”
এদিকে, পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং (Amarinder Singh) টুইট জানিয়েছেন, এখনও আফগানিস্থানে ২২২ আফগান শিখ এবং হিন্দু পার্কে রয়েছেন। শীঘ্রই বিদেশমন্ত্রক তাঁদের দেশে ফিরিয়ে নিয়ে আসবে।
যে সমস্ত ভারতীয়রা এখনও আফগানিস্থানে আটকে রয়েছেন তাঁদেরকে কেন্দ্রীয় বিদেশমন্ত্রকের সাথে যোগাযোগ করতে বলা হয়েছে। তাঁদের সুরক্ষিত ভাবে দেশে ফিরিয়ে আনতে কয়েকটি ফোন নম্বর ও মেইল শেয়ার করেছে বিদেশমন্ত্রক। যেগুলি হল, ফোন – 91-11-49016783, 91-11-49016784, 91-11-49016785, হোয়াটসঅ্যাপ নম্বর- 91 8010611290। মেইল– SituationRoom@mea.gov.in
প্রসঙ্গত, সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) ২০১৯ সালে পাশ করে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার। এই আইনে বলা হয়েছে, ২০১৪ সালের ডিসেম্বরের আগে বাংলাদেশ, আফগানিস্তান এবং পাকিস্তান থেকে ভারতে আশ্রয় নেওয়া অমুসলিমদের (হিন্দু, বৌদ্ধ, জৈন, পার্সি, খ্রিস্টান এবং শিখ) ভারতীয় নাগরিকত্ব দেওয়া হবে। কিন্তু এখনও এটি লাগু করা হয়নি। কয়েকদিন আগে সংসদের বাদল অধিবেশন এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই রাজ্যসভায় জানান, নাগরিকত্ব আইন দেশজুড়ে কার্যকর করতে এখনও কিছুটা সময় দরকার কেন্দ্রের।