Friday, May 17, 2024
দেশ

Taliban Terror: কাশ্মীর নিয়ে ভারতকে সচেতন থাকার বার্তা দিল রাশিয়া, তালিবান সন্ত্রাস ছড়াতে পারে বলে হুঁশিয়ারি

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ইতিমধ্যেই গোটা আফগানিস্থানের দখল করে নিয়েছে জঙ্গিগোষ্ঠী তালিবান (Taliban Terror)। নির্বিচারে চলছে অকথ্য নির্যাতন। দেশটির নারী সুরক্ষা ভয়াবহ রকম অবনতির দিকে। এই পরিস্থিতিতে গোটা বিশ্ব তালিবান সন্ত্রাসের আতঙ্কে রয়েছে। ইতিমধ্যেই ভারতের কাশ্মীর (Kashmir) নিয়ে সুর চড়িয়েছে তালিবান। তাদের তরফে বলা হয়েছে, ‘মুসলিমদের স্বার্থে কাশ্মীর নিয়ে কথা বলবে তালিবান।’ এবার তালিবান সন্ত্রাস কাশ্মীরেও ছড়াতে পারে, বলে ভারতকে (India) সতর্ক করল রাশিয়া (Russia)।

রাশিয়ার রাষ্ট্রদূত (Russian ambassador) নিকোলাই কুদাশেভ (Nikolay Kudashev) এ বিষয়ে ভারতকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। পাশাপাশি, তিনি বলেছেন, তেমন পরিস্থিতি তৈরি হলে রাশিয়া এবং ভারত একজোট হয়ে সন্ত্রাসবাদ মোকাবিলা করবে। কারণ সন্ত্রাসবাদ উভয় দেশের কাছেই সমান উদ্বেগের বিষয়। তাই কোনওভাবেই সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন নিকোলাই কুদাশেভ।

সোমবার নিকোলাই কুদাশেভ বলেন, রাশিয়া এবং ভারতের উভয়ের কাছে উদ্বেগের কারণ আফগানিস্তানে ছড়িয়ে পড়া তালিবান সন্ত্রাসবাদ। রাশিয়ার ভূখণ্ডের পাশাপাশি ভারতের কাশ্মীরে যেটা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে।

উল্লেখ্য, ভারতকে বাদ দিয়ে তালিবান পরিস্থিতি নিয়ে একের পর এক বৈঠক করেছে রাশিয়া। তাও আবার ভারতের চিরবৈরী পাকিস্তানের সঙ্গে। যা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে ভারত সরকার। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে ফের ভারতের পাশে থাকার বার্তা দিল রাশিয়া। এটাকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে আন্তর্জাতিক কূটনৈতিক মহলের একাংশ।

রাশিয়ার রাষ্ট্রদূত আরও বলেছেন, আফগানিস্তানের সার্বিক অবস্থার ব্যাপারে রাশিয়ার এবং ভারতের অবস্থানের মধ্যে খুব বেশি পার্থক্য নেই। তালিবানকে স্বীকৃতি তাদের কর্মকান্ডের উপরেই নির্ভর করবে।

Taliban Terror may spread to Kashmir: Russian ambassador

Read More News: