Wednesday, May 1, 2024
দেশ

India GDP: ঘুরে দাঁড়াচ্ছে ভারতের অর্থনীতি, জিডিপি বৃদ্ধি পেয়েছে ২০.১ শতাংশ

কলকাতা ট্রিবিউন ডেস্ক: করোনার (Covid-19) জেরে দফায় দফায় লকডাউন (Lockdown) ঘোষণা করা হয়। যার জেরে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় ভারতের অর্থনীতি। কিন্তু সেই ধাক্কা কাটিয়ে ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে দেশের অর্থনীতি (Indian Economy)। ২০২১-২২ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে (এপ্রিল-জুন, ২০২১) মোট অভ্যন্তরীণ উৎপাদন (India GDP) বৃদ্ধি পেল ২০.১ শতাংশ।

এদিনের এই রিপোর্টে (National Statistical Office) সামনে আসার খুশির হাওয়া। রিজার্ভ ব্যাঙ্কের (RBI) পূর্বাভাসও ছাপিয়ে গেল। করোনার দ্বিতীয় ওয়েভ সামলে এই বৃদ্ধিকে যথেষ্ট আশাব্যঞ্জক বলে মনে করছেন অর্থনীতিবিদদের একাংশ। অনেকেই এটিকে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের (Modi Sarkar) কৃতিত্ব বলে মনে করছেন।

উল্লেখ্য, করোনা আঘাত হানলে ২০২০-২১ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিক এপ্রিল-জুন, ২০২০ তে ভারতের জিডিপি তলানিতে গিয়ে ঠেকেছিল। মাইনাস ২৪.৪ শতাংশ জিডিপির সঙ্কোচন হয়েছিল। যা নিয়ে শঙ্কিত হয়ে পড়েছিলেন অর্থনীতি বিশেষজ্ঞরা। তবে দ্বিতীয় ত্রৈমাসিক জুলাই-সেপ্টেম্বর, ২০২০ এ কিছুটা ঘুরে দাঁড়ায় ভারতের অর্থনীতি। মাইনাস ৭.৫ শতাংশে জিডিপির সঙ্কোচন হয়েছিল সেবার।

তৃতীয় ত্রৈমাসিক অক্টোবর-ডিসেম্বর, ২০২০ জিডিপি ০.৫ শতাংশ বৃদ্ধি পায়। চতুর্থ ত্রৈমাসিক জানুয়ারি-মার্চ, ২০২০ জিডিপি বেড়ে ১.৬ শতাংশে পৌঁছয়। অর্থাৎ, সার্বিকভাবে ২০২০-২১ অর্থবর্ষে জিডিপির সঙ্কোচন ছিল ৭.৩ শতাংশেরও বেশি। গত চার দশকের মধ্যে জিডিপির সঙ্কোচন তথা নেতিবাচক দিক থেকে নয়া রেকর্ড গড়েছিল।

চলতি বছরের শুরুতে আরবিআই পূর্বাভাস দিয়েছিল, ২০২১-২২ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে জিডিপি-র বৃদ্ধি ১৮.৫ থেকে ২৬.২ শতাংশের মধ্যে থাকতে পারে। কিন্তু জুনে আরবিআই জানিয়েছেন, ২০২১-২২ অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে জিডিপি বৃদ্ধি ৯.৫ থেকে ১০.৫ শতাংশ হতে পারে। আমাদের সেই পূর্বাভাসকে ছাপিয়ে গেল। যা ভারতীয় অর্থনীতির জন্য ইতিবাচক দিক।

India GDP grows 20.1 pc in April-June 2021

Read More News: