Monday, May 20, 2024
কলকাতা

আব্বাসের ‘উস্কানিমূলক’ ভিডিও ভাইরাল, অস্বস্তিতে বাম-কংগ্রেস, পুলিশে অভিযোগ বিজেপির

কলকাতা ট্রিবিউন ডেস্ক: একুশের বিধানসভা ভোটের আগে আইএসএফয়ের সঙ্গে জোট করেছিল ‘ধর্মনিরপেক্ষ’ সিমিএম ও কংগ্রেস। এদিকে বর্তমানে বাংলাদেশে একাধিক পুজোমণ্ডপে হামলার ঘটনায় উত্তাল দুই বাংলা। এর মধ্যে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আব্বাস সিদ্দিকির (Abbas Siddiqui) একটি ভিডিও। যা নিয়ে তোলপাড় পড়ে গেছে।

ভাইজান বই ভিডিওতে আব্বাস সিদ্দিকি বলতে শোনা যায়, ‘সবকিছু মেনে নেব কিন্তু ধর্মের অপমান কিছুতেই মেনে নেব না।’ এছাড়াও আরও কিছু উস্কানিমূলক বক্তব্য পেশ করতে শোনা যায় তাকে। এই ভিডিও ভাইরাল হতে চরম অস্বস্তিতে পড়েছে আইএসএফয়ের জোটসঙ্গী সিমিএম ও কংগ্রেস।

বিজেপি তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে আব্বাস সিদ্দিকিকে গ্রেফতার করার জন্য। পীরজাদার বিরুদ্ধে কলকাতা পুলিশের কমিশনারের কাছে অভিযোগ দায়ের করেছেন বিজেপি নেতা তথা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। আব্বাসের বিরুদ্ধে ১৫৩এ এবং ২৯৫এ ধারায় মামলা দায়ের করেছেন তিনি।

উল্লেখ্য, রবিবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, কলকাতা পুলিশের কমিশনার এবং রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেলকে চিঠি দিয়ে আব্বাস সিদ্দিকিকে গ্রেফতার দাবি জানিয়েছে বাংলা পক্ষ।

BJP leader lodges complaint against Abbas Siddiqui

Also Read: