Thursday, May 2, 2024
Latestদেশ

সমস্ত রাজ্যের পুলিশ প্রধানদের সঙ্গে বৈঠকে বসলেন অমিত শাহ

কলকাতা ট্রিবিউন ডেস্ক: দেশের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ডিজিপি এবং আইজি, এসপি ও আইজি পদমর্যাদার নির্বাচিত ফিল্ড অফিসার, কেন্দ্রীয় পুলিশ বাহিনী, গোয়েন্দা সংস্থা এবং পুলিশ সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সোমবার ভিডিও কনফারেন্সের মাধ্যমে জাতীয় নিরাপত্তা কৌশল সম্মেলনের (NSSC) সভাপতিত্ব করবেন অমিত শাহ। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালও এই বৈঠকে উপস্থিত থাকবেন।

সোমবারের বেলা দুটো থেকে শুরু হবে এই বৈঠক। চলবে রাত অবধি। এই বৈঠকে পুলিশদের চ্যালেঞ্জ এবং মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হবে।

গুজরাটের ডিজিপি, আইজিপি এবং এসপি পদমর্যাদার দশজন পুলিশ কর্মকর্তারও বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে।
বর্তমান সময়কার বিভিন্ন চ্যালেঞ্জ যেমন- সাইবার ক্রাইম, ড্রোন হামলা, গোয়েন্দা নজরদারি এবং অপরাধ দমন বিষয়ে সম্মেলনে আলোচনা করা হবে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে আসা কেন্দ্রীয় পুলিশ এবং গোয়েন্দা সংস্থার সঙ্গে সমস্ত রাজ্যের পুলিশ প্রধান এবং ফিল্ড অফিসারদের কাছ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। প্রতিটি রাজ্য তার উপস্থাপনা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে পেশ করবেন। প্রয়োজনে পরিস্থিতির উন্নতির জন্য যথাযথ পদক্ষেপ নেবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

উল্লেখ্য, চলতি মাসে এখনো পর্যন্ত জম্মু-কাশ্মীরে ১৩ জন সাধারণ মানুষকে হত্যা করেছে জঙ্গিরা। জম্মু-কাশ্মীরকে অশান্ত করে তোলার চেষ্টা করছে জঙ্গিরা। সেই পরিস্থিতিতে এই বৈঠককে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Amit Shah to virtually attend National Security Strategy

Also Read: