Sunday, May 5, 2024
দেশ

Farooq Abdullah: ইসলামী নীতি মেনে তালিবান আফগানিস্তানে সুশাসন গড়ে তুলবে: ফারুক আব্দুল্লা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আব্দুল্লা (Farooq Abdullah) প্রচ্ছন্নভাবে তালিবান সরকারকে (Taliban Government) সমর্থন জানালেন। বুধবার আফগানিস্তান সম্পর্কে তার মতামত জানতে চাইলে তিনি বলেন, ‘আমি আশাবাদী তালিবান সরকার আফগানিস্তানকে (Afghanistan) সুশাসন উপহার দেবে। পাশাপাশি, সেদেশে মানবাধিকার ফিরিয়ে আনার আর্জি জানান উপত্যকার প্রাক্তন মুখ্যমন্ত্রী।

তিনি বলেন, “আশা করি ইসলামী রীতি নীতি মেনে তালিবান আফগনিস্তানে সুশাসন প্রতিষ্ঠা করবে। মানবাধিকার প্রতিষ্ঠা করবে। তালিবানদের উচিত বাকি দেশগুলির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা।”

ন্যাশনাল কনফারেন্স পার্টির প্রতিষ্ঠাতা সেখ মহম্মদ আবদুল্লাহর ৩৯ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করতে গিয়ে একটা অনুষ্ঠানে যোগ দিয়ে একথা বলেন ফারুক আব্দুল্লা। ফারুক আব্দুল্লাহ তাকে ‘শের-ই-কাশ্মীর’ অভিধায় অভিহিত করেন। তিনি আশাবাদী কাশ্মীরের যুব সম্প্রদায় ‘শের-ই-কাশ্মীর’কে অনুসরণ করবে এবং কাশ্মীরের শান্তি ও উন্নতি বজায় রাখবে।

এদিকে, জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও পিডিপি সভানেত্রী মেহেবুবা মুফতি বলেছেন, ‘তালিবান একটি বাস্তবতা হিসেবে বেরিয়ে আসছে। তারা আফগানিস্তানে শাসন করতে চায়। প্রকৃত শরীয়া অনুযায়ী, যা আমাদের কুরআন শরীফে আছে। যেটি শিশু ও নারীদের অধিকারের কথা বলে। কিভাবে শাসন করতে হবে তা আমাদের মদিনা মডেলে রয়েছে। তারা যদি সেটার বাস্তবায়ন করতে পারে তাহলে বিশ্বের কাছে একটি বড় উদাহরণ হয়ে উঠতে পারে তালিবান’।

Hope Taliban delivers good governance in Afghanistan says Farooq Abdullah

Read More News: