‘রাম নবমীতে পশ্চিমবঙ্গের বদলে উত্তরপ্রদেশে অশান্তি করলে উল্টে ঝুলিয়ে দিতাম, ওদের ৭ প্রজন্ম মনে রাখতো’, হুঙ্কার যোগীর
কলকাতা ট্রিবিউন ডেস্ক: রাম নবমীতে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে অশান্তির খবর পাওয়া গেছে। এবার বাংলায় লোকসভা ভোটের প্রচারে এসে পশ্চিমবঙ্গে রাম নবমীতে অশান্তি প্রসঙ্গে মন্তব্য করলেন যোগী আদিত্যনাথ। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছেন, এই ঘটনা যদি তাঁর রাজ্যে হত তাহলে অভিযুক্তদের কড়া শাস্তি দিত তাঁর সরকার।
যোগী বলেছেন, ‘রাম নবমীতে পশ্চিমবঙ্গের বদলে তাঁর রাজ্যে অশান্তি পাকালে অভিযুক্তদের উল্টো করে ঝুলিয়ে দিতাম। সাত জন্মে আর অশান্তি করার সুযোগ পেত না।’ এহেন মন্তব্যের পর শুরু হয়েছে বিতর্ক।
যোগী আদিত্যনাথ বলেন, “আমরা উঠি-বসি-ঘুমোই রাম নাম করে। মঙ্গল কাজ করার আগে রাম নাম পাঠ করি। শেষকৃত্যের সময়ও রাম নাম পাঠ হয়। বড় বড় প্যান্ডেল করে বাংলার মতো বড় করে দুর্গাপুজোও হয় উত্তরপ্রদেশে।”
যোগী দাবি করেন, ”রাম নবমীতে উত্তরপ্রদেশে কোনওদিন অশান্তি হয় না। বাংলায় কেন অশান্তি হয়? উত্তর দিক তৃণমূল সরকার?”
যোগীর প্রশ্ন, ‘অশান্তির ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে তৃণমূল সরকার কোনো ব্যবস্থা নিল না কেন? এটা যদি উত্তরপ্রদেশে হতো উল্টো করে ঝুলিয়ে অপরাধীদের শুধরে দিতাম। ওদের সাত প্রজন্ম অশান্তি পাকাতে ভুলে যেত।”