Wednesday, May 15, 2024
আন্তর্জাতিক

বাংলাদেশ: ফেসবুক স্টোরিতে লালনের গান, ধর্মীয় অনুভূতিতে আঘাতের ভুয়ো অভিযোগ তুলে হিন্দু যুবককে আটক

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ফের বাংলাদেশে ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ তুলে হিন্দু যুবককে আটকের ঘটনা। জানা গেছে, লালনের একটি গানের দুটি লাইন লিখে ফেসবুক স্টোরিতে দিয়েছিলেন শরীয়তপুরের 

সঞ্জয় রক্ষিত (৪০)। এরপরেই তার বিরুদ্ধে ইসলাম ধর্মকে কটূক্তি করার অভিযোগ তুলে তাকে আটক করেছে পুলিশ।

সঞ্জয় শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার মহিষার ইউনিয়নের হরি নারায়ণ রক্ষিতের ছেলে। পেশায় স্বর্ণকার। সঞ্জয় ফেসবুক স্টোরিতে লিখেছিলেন ‘সুন্নতে খাতনা দিলে যদি হয় মুসলমান, তাহলে নারী জাতির কি হয় বিধান’। এই দুটি লাইন লালনের ‘সব লোকে কয় লালন কি জাত সংসারে’ গানের।

ভেদরগঞ্জ থানার ওসি মিন্টু মন্ডল বলেন, ‘ফেসবুকের স্টোরিতে দুটি লাইন লেখাকে ঘিরে সঞ্জয় রক্ষিত নামে এক যুবককে আটক করা হয়েছে। স্থানীয় কয়েকজন ব্যক্তি দাবি করেছেন, এই লেখার মাধ্যমে মুসলমান ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত হানা হয়েছে। বিষয়টি নিয়ে তারা মৌখিক অভিযোগ করেছেন। তাই সামাজিক বিশৃঙ্খলা এড়াতে সঞ্জয়কে আটক করে শরীয়তপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।’

কারা অভিযোগ করেছেন, জানতে চাইলে ওসি তাদের নাম উল্লেখ না করে বলেন, স্থানীয় কয়েকজন এই অভিযোগ করেছেন। ~ ডেইলি স্টার