Saturday, May 18, 2024
রাজ্য​

NIRF ranking 2021: দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় চতুর্থ স্থানে কলকাতা বিশ্ববিদ্যালয়, অষ্টমে যাদবপুর

কলকাতা ট্রিবিউন ডেস্ক: দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় (NIRF ranking 2021) এবার চতুর্থ স্থানে উঠে এল কলকাতা বিশ্ববিদ্যালয় ( Calcutta University)। তালিকায় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) স্থান অস্থম। দেশের সেরার তালিকায় বাংলার জয় জয়কার এবারও। ন্যাশনাল ইন্ডিয়ান রাঙ্কিং ফ্রেমওয়ার্ক বা এনআইআরএফ ২০২১- এর তালিকায় প্রথম দশে বাংলার দুই বিশ্ববিদ্যালয়।

গত কয়েক বছরে বারবার এই দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে প্রতিযোগিতা হতেই দেখা গেছে। সেই প্রতিযোগিতায় কোনও বার জয়ী হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় তো কোনও বার বাজিমাত করেছে যাদবপুর। এবছর কলকাতা পেল বাংলার সেরা বিশ্ববিদ্যালয়ের শিরোপা। গত বছর সপ্তম স্থানে ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়। এবছর তিন ধাপ এগিয়ে চতুর্থ স্থানে।

অপরদিকে, গত বছর পঞ্চম স্থানে ছিল যাদবপুর। এবছর তিন ধাপ পিছিয়ে অষ্টম স্থান অধিকার করেছে। বাংলার অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মধ্যে বর্ধমান বিশ্ববিদ্যালয় ৯২ তম স্থান থেকে উঠে এসেছে ৮৫ তম স্থানে। বিশ্বভারতী পরপর দুবছর ৫০ তম স্থানে থাকার পর এবছর ৬৪ তম স্থানে নেমে গেছে ।

উল্লেখ্য, NIRF এর তালিকায় দেশের সেরা বিশ্ববিদ্যালয়গুলোর তালিকায় প্রথম স্থানে রয়েছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স ব্যাঙ্গালুরু (IISc Bengaluru), দ্বিতীয় স্থানে রয়েছে জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় (JNU) ও বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় (Banaras Hindu University)।

Calcutta University ranks fourth in NIRF ranking 2021

Read More News: