Wednesday, October 9, 2024
রাজ্য​

অনুপ্রবেশকারীদের ভোট হারানোর ভয়ে মমতা- অভিষেক রাম মন্দিরের উদ্বোধনের দিন অযোধ্যায় যাননি: অমিত শাহ

কলকাতা ট্রিবিউন ডেস্ক: তৃতীয় দফা ভোটের আগে মঙ্গলবার পশ্চিমবঙ্গে আসেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মেমারির সভা থেকে অমিত শাহ অভিযোগ করেন ২২ জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানে দেশ বিদেশ থেকে লাখ লাখ মানুষ যোগ দিয়েছিলেন। তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় সেখানে যাননি। কটাক্ষ করে অমিত শাহ বলেন, অনুপ্রবেশকারীদের ভয়ে মুখ্যমন্ত্রী ও তৃণমূলের সাধারণ সম্পাদক অযোধ্যায় যাননি।

রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে অনুপ্রবেশকারী বলতে অমিত শাহ বুঝিয়েছেন অবৈধভাবে ভারতে বসবাসকারী বাংলাদেশি মুসলিমদের। আর মুসলিম ভোট হারানোর ভয়েই রাম মন্দিরের উদ্বোধনের দিন অযোধ্যায় যাননি মমতা-অভিষেক। 

উল্লেখ্য, রাম মন্দিরের উদ্বোধনের দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতার রাজপথে সংহতি মিছিলে হেঁটেছিলেন।  ইন্ডিয়া টুডে