Friday, October 11, 2024
দেশ

আমি বেঁচে থাকতে দলিত, SC, ST এবং OBC-দের জন্য বরাদ্দ সংরক্ষণ ধর্মের নামে মুসলিমদের হতে দেব না: মোদী

কলকাতা ট্রিবিউন ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ফের কংগ্রেস নেতৃত্বাধীন রাজ্য সরকারগুলির সমালোচনা করলেন। মোদী বলেন, তফসিলি জাতি, তফসিলি উপজাতি, ওবিসি এবং অন্যান্য বঞ্চিত গোষ্ঠীর জন্য বরাদ্দ সংরক্ষণ ধর্মের ভিত্তিতে মুসলিমদের হতে দেব না।

মঙ্গলবার তেলেঙ্গানার জহিরাবাদে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী মোদী বলেন, “কংগ্রেস নিজেদের ভোটব্যাঙ্কের জন্য সংবিধানকে অপমান করতে চায়। কিন্তু আমি তাদের জানতে চাই, যতদিন আমি বেঁচে আছি, ততদিন এটা করতে দেব না। ধর্মের নামে দলিত, এসসি, এসটি এবং ওবিসিদের জন্য বরাদ্দ করা সংরক্ষণ মুসলিমদের হতে দেব না।”

প্রধানমন্ত্রী অভিযোগ করেন, কংগ্রেস ভোট-ব্যাঙ্কের রাজনীতিতে লিপ্ত হয়েছে। দলটি অন্য ধর্মের কথা চিন্তা করে না।’

মোদী বলেন, ‘হায়দ্রাবাদে রাম নবমীর মিছিলও নিষিদ্ধ করা হচ্ছে যাতে কংগ্রেসের ভোট ব্যাঙ্ক বিপর্যস্ত না হয়।’

এর আগেও, প্রধানমন্ত্রী মোদী কংগ্রেস নেতৃত্বাধীন সরকারগুলিকে ধর্মের ভিত্তিতে মুসলিমদের সংরক্ষণ এবং বঞ্চিত জাতিগুলির জন্য সংরক্ষণ কমানোর অভিযোগ করেছিলেন। তিনি রাজ্যের ওবিসি তালিকায় মুসলিম সম্প্রদায়কে অন্তর্ভুক্ত করার কর্ণাটক সরকারের সিদ্ধান্তের সমালোচনা করেছিলেন।