Sunday, May 19, 2024
রাজ্য​

Bhabanipur Bypoll: ভোটের আগে মসজিদে মমতা, খোঁচা বিজেপির, টুইটে আক্রমণ করলেন অমিত মালব্য

কলকাতা ট্রিবিউন ডেস্ক: আগামী ৩০ সেপ্টেম্বর হাইভোল্টেজ ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচন (Bhabanipur Bypoll)। হাতে আর মাত্র কয়েকটা দিন বাকি। মুখ্যমন্ত্রীর চেয়ার বাঁচাতে গেলে এই নির্বাচনে জিততেই হবে মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাই প্রচার-প্রচারণায় কোনওরকম ত্রুটি রাখছে না তৃণমূল নেতৃত্ব। জোর কদমে চলছে নির্বাচনী প্রচার। সোমবার জনসংযোগ বাড়াতে একবালপুরের ষোলোআনা মসজিদে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ইমামদের সঙ্গে বসে প্রায় ৩০ মিনিট কথা বলেন তৃণমূল সুপ্রিমো। বিষয়টি নিয়ে গেরুয়া শিবির খোঁচা দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। এ নিয়ে টুইটও করেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য।

টুইটে অমিত মালব্য লিখেছেন, ‘ভবানীপুরে কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও প্রতিদ্বন্দ্বী নেই? বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে যাবেন? ভুল করছেন! ১৬ আনা মসজিদে তাঁর যাওয়া কোনও হঠাৎ সিদ্ধান্ত ছিল না, ভোট চাইতেই মসজিদে গিয়েছিলেন তিনি।’

অমিত মালব্য টুইটে আরও লিখেছেন, ‘ভবানীপুরে উপনির্বাচনের কথা ভেবে মমতা বন্দ্যোপাধ্যায় রীতিমতো ঘামছেন। ৭৭ নম্বর ওয়ার্ডের ভোট চাইতেই ওই মসজিদে গিয়েছিলেন তিনি। আর কিছুদিনের মধ্যে তাঁকে বুথে বুথে ঘুরতে দেখা যাবে।’‌


তবে বিজেপির এই কটাক্ষ নিয়ে মাথা ঘামাতে নারাজ তৃণমূল নেতৃত্ব। তাঁদের বলা হয়েছে, বিজেপির কাজই হলো বিভাজনের রাজনীতির করা। কিন্তু আমরা বিভাজনের রাজনীতিতে বিশ্বাস করি না। বলতে গেলে তো বলাই যায়, মনোনয়ন জমা দেওয়ার আগে মন্দিরে গিয়েছিলেন কেন বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল? আমরা বিভাজনের রাজনীতি করি না। যাদের কোনো কাজ নেই তারাই বিভাজনের রাজনীতি করে।

উল্লেখ্য, সোমবার ভবানীপুর কেন্দ্রের অন্তর্গত একবালপুরের ষোলোআনা মসজিদে মমতা বন্দ্যোপাধ্যায়। এসময় তাঁর সাথে ছিলেন রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম। তৃণমূলের তরফে এটিকে সৌজন্য সাক্ষাৎ বলে দাবি করা হয়। যদিও রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশের দাবি, সংখ্যালঘু ভোটব্যাঙ্ক টানতেই মমতা বন্দ্যোপাধ্যায় ওই মসজিদে গিয়েছিলেন।

Bhabanipur Bypoll Amit Malviya’s tweet on Mamata Banerjee’s mosque visit

Read Also: