Tuesday, November 18, 2025
রাজ্য​

Bhabanipur Bypoll: ইতিহাস গড়ার সুযোগ পেয়েছে ভবানীপুর, ভেবেচিন্তে ভোট দিন: পিয়াঙ্কা টিব্রেওয়াল

কলকাতা ট্রিবিউন ডেস্ক: আগামী ৩০ সেপ্টেম্বর হাইভোল্টেজ ভবানীপুরে উপনির্বাচন (Bhabanipur Bypoll)। হাতে আর মাত্র কয়েকটা দিন বাকি। সোমবারই মনোনয়নপত্র জমা দিয়েছেন ভবানীপুরের বিজেপি প্রার্থী আইনজীবী পিয়াঙ্কা টিব্রেওয়াল (Priyanka Tibrewal)। আর মঙ্গলবার থেকেই জোরকদমে প্রচার প্রচারণায় নেমে পড়লেন তিনি। মঙ্গলবার সকালে চায়ে পে চর্চায় যোগ দেন তিনি।

পিয়াঙ্কা টিব্রেওয়াল বলেন, ”দেখুন আমাকে মানুষকে একটাই কথা বলতে হবে, এবার খুব চিন্তা ভাবনা করে ভোট দিন। ভবানীপুর এই সুযোগটা পেয়েছে যে এখানে ইতিহাস গড়া যাবে। আর সেই ইতিহাস গড়তে হবে কেননা সেই পরিস্থিতি তো আমরা সকলে দেখেছি। একুশের বিধানসভা নির্বাচনের পরে কি হয়েছে আমরা সবাই দেখেছি। ভবানীপুরের মানুষ শিক্ষিত মানুষ, তারা সবকিছু বোঝে। তাই তাঁরা চোখ বন্ধ করে ভোট দেবে না।”

ভবানীপুরের বিজেপি প্রার্থী পিয়াঙ্কা টিব্রেওয়াল আরও বলেন, ”আমার একটাই টার্গেট আছে মানুষের পাশে গিয়ে তাদের কানে বলে দেওয়া, আপনারা যা চোখ দিয়ে দেখেছেন সেটা একবার মনে রেখে ভোট দেবেন।”

উল্লেখ্য, একুশের বিধানসভা ভোটে নন্দীগ্রাম থেকে লড়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নির্বাচনে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) কাছে পরাজিত হন তিনি। তাই তাঁকে ফের ভবানীপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে। হেভিওয়েট এই নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ৩০ সেপ্টেম্বর। নির্বাচনের ফল প্রকাশিত হবে ৩ অক্টোবর।

Slug: Priyanka Tibrewal urges Bhabanipur voters to make history

Also Read: