Monday, May 6, 2024
বলিউড

Sita The Incarnation: কারিনা নয়, বড়পর্দায় সীতার চরিত্রে কঙ্গনা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বেশ কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল, সীতার চরিত্রে (Sita The Incarnation) অভিনয় করবেন কারিনা কাপুর খান (Kareena Kapoor Khan)। তার জন্য মোটা অঙ্কের পারিশ্রমিকও নিচ্ছেন কারিনা। সেই খবরে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছিল নেটিজেনদের একাংশ। তবে এবার জানা গেল, বড় পর্দায় সীতার চরিত্রে অভিনয় করতে চলেছেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)।

মঙ্গলবার ইনস্টাগ্রাম পোস্টে কঙ্গনা রানাওয়াত নিজেই এই খবর জানিয়েছেন। ছবির নাম ‘সীতা, দ্য ইনকারনেশন’ (Sita: The Incarnation)। ছবির পোস্টারও আপলোড করেছেন কঙ্গনা রানাওয়াত। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘সীতা, দ্য ইনকারনেশন ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করবেন তিনি। তার সঙ্গে রয়েছেন এক ঝাঁকট্যালেন্টেড অভিনেতা। রাম-সীতার আশীর্বাদ নিয়েই এই ছবির কাজ শুরু করছেন। জয় শ্রীরাম।’

 

View this post on Instagram

 

A post shared by Kangana Thalaivii (@kanganaranaut)

এই ছবির পরিচালনা করবেন অলৌকিক দেশাই। তিনি বলেন, ‘যাঁদের মনে বিশ্বাস আছে সারা বিশ্ব তাঁদের সাহায্য করে। এখনও অবধি বাস্তবে সীতা চরিত্র নিয়ে সেরকম কোনও সিনেমা তৈরি হয়নি। সীতার চরিত্রে কঙ্গনাকে পেয়ে আমি আপ্লুত। আমি নিশ্চিত যে এই ছবির মধ্যে দিয়ে আমাদের দৃষ্টিভঙ্গি বদলাবে।’

উল্লেখ্য, সীতা চরিত্রে অভিনয়ের জন্য পারিশ্রমিক হিসেবে ১২ কোটি রুপি দাবি করেন কারিনা কাপুর খান। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তাকে তীব্র আক্রমণ করে নেটিজেনরা। পাল্টা জবাব দিয়ে কারিনা বলেন, পুরুষ অভিনেতারা বেশি পারিশ্রমিক চাইলে কেউ কোনো কথা বলে না। কিন্তু কোন নারী অভিনেত্রী বেশি পারিশ্রমিক চাইলেই তাকে ট্রোল করা হয়।

প্রসঙ্গত, সম্প্রতি কঙ্গনা রানাওয়াতের ‘থালাইভি’ সিনেমা মুক্তি পেয়েছে। বক্স অফিসে দারুণ সাফল্য পেয়েছে ছবিটি। এই মুহূর্তে একাধিক ছবি নিয়ে ব্যস্ত সময় পার করছেন কঙ্গনা। এবার সেই তালিকায় যুক্ত হলো সীতা, দ্য ইনকারনেশন।

Kangana Ranaut to Play Sita Role on Sita The Incarnation

Also Read:

Primary TET: শিক্ষক নিয়োগে লাগামছাড়া দুর্নীতি, সম্পূর্ণ তালিকা চেয়ে পাঠাল আদালত

Terrorists Arrested: বড়সড় নাশকতার ছক বানচাল, ২ পাকিস্তানি সহ ধৃত ৬ জঙ্গি

Bhabanipur Bypoll: এবার মসজিদের ইমামদের সঙ্গে বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্যায়