Thursday, May 2, 2024
দেশ

বাংলাদেশি হিন্দুদের সুরক্ষার জন্য চাই সিএএ, দাবি প্রভাবশালী কংগ্রেস নেতার

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ধর্মীয় নিপীড়ণের শিকার হওয়া অমুসলিমদের ভারতে নাগরিকত্ব দেওয়ার জন্য কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার জাতীয় নাগরিকত্ব আইন (CAA) পাশ করেছিল। কিন্তু বিরোধীদের অভিযোগ ধর্মের ভিত্তিতে আনা হয়েছে এই আইন। তারা এই আইনের তীব্র প্রতিবাদ জানান। এবার কংগ্রেস নেতা মিলিন্দ দেওরা (Milind Deora) হিন্দুদের রক্ষার জন্য সংশোধিত নাগরিকত্ব আইনের সংশোধনের দাবি জানালেন।

উল্লেখ্য, দুর্গাপুজোর সময় এবং তারপরে বাংলাদেশ পুজোমন্ডপ, মন্দিরে হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ এবং ভারতের বহু মানুষ। বাংলাদেশে হিন্দুদের পূজা মন্ডপে হামলার প্রেক্ষিতে প্রভাবশালী কংগ্রেস নেতা নাগরিকত্ব আইনের সংশোধনের দাবি জানালেন।

টুইটে মিলিন্দ দেওরা লিখেছেন, ‘বাংলাদেশে হিন্দুদের উপর হামলার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। ধর্মীয় নিপীড়নের শিকার হওয়া বাংলাদেশের হিন্দুদের রক্ষা ও পুনর্বাসনের জন্য জাতীয় নাগরিকত্ব আইনের সংশোধন আবশ্যক। ভারতীয় মুসলিমদের বাংলাদেশী ইসলামপন্থীদের সঙ্গে একীভূত করে যে কোন উস্কানিমূলক প্রচেষ্টা ভারতকে প্রত্যাখ্যান ও ব্যর্থ করতে হবে।’

উল্লেখ্য, ইতিমধ্যেই ভারতীয় বিদেশমন্ত্রক বাংলাদেশে সংখ্যালঘুদের হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে। বিদেশ মন্ত্রকের তরফ জানানো হয়েছে, বিষয়টি নিয়ে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ রাখছে ভারত। বাংলাদেশ সরকারকে পরিস্থিতি মোকাবেলায় যথাযথ ব্যবস্থা নেওয়ার আবেদনও জানানো হয়েছে।

বিজেপি ইতিমধ্যেই বলেছে, বাংলাদেশে হিন্দুদের ধর্মীয় স্বাধীনতাকে পদদলিত করা হচ্ছে। সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) গুরুত্ব বিবেচনা করে দেখার জন্য একটি মামলা দায়ের করা হয়েছে।


Amend CAA to protect Bangladeshi Hindus: Congress’s Milind Deora

Also Read: