Sunday, May 12, 2024
আন্তর্জাতিক

বাংলাদেশে মন্দিরে হামলার ঘটনায় প্রতিবাদে গর্জে উঠল আমেরিকা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: দুর্গাপুজোয় বাংলাদেশের একাধিক পুজোমণ্ডপ, মন্দির, হিন্দুদের বাড়িঘর, দোকানপাটে হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনার তীব্র নিন্দা জানালো আমেরিকা। মার্কিন বিদেশ দফতরের মুখপাত্র বলেছেন, ‘ধর্ম পালন ব্যক্তির ব্যক্তি স্বাধীনতার মধ্য পড়ে। এটা মানবাধিকার। বিশ্বের যে কোনও দেশের যে কোনও ধর্মের মানুষের সুরক্ষিত থাকার এবং ধর্মীয় অনুষ্ঠান পালনের অধিকার রয়েছে।’

মার্কিন বিদেশ দফতরের মুখপাত্র আরও বলেছেন, ‘আমেরিকা বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর হামলার ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে।’ উল্লেখ্য, বাংলাদেশ হিন্দু সম্প্রদায়ের সংগঠনের সদস্য প্রাণেশ হালদার মার্কিন বিদেশ দফতরের কাছে আবেদন জানিয়েছিলেন, বাংলাদেশের যাতে হিন্দুদের ওপর আর কোনও হামলার ঘটনা না ঘটে সেটা নিশ্চিত করা হোক। মানবাধিকার সংগঠন, মিডিয়া প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের ঘটনা তুলে ধরারও আবেদন জানান তিনি।

বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের উপর হামলার ঘটনায় গত রবিবার ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের সামনে বিক্ষোভ দেখায় বাংলাদেশি হিন্দু সংগঠনের সদস্যরা। বাংলাদেশ লাগাতার হিন্দু মন্দিরে হামলার ঘটনা ঘটে চলছে। এ প্রসঙ্গে মার্কিন হিন্দু সুরক্ষা সংগঠন হিন্দু প্যাক্টের ডিরেক্টর উৎসব চক্রবর্তী (Utsav Chakrabarti) বলেছেন, ‘এটা অত্যন্ত আতঙ্কের যে নোয়াখালিতে শেষ কিছু থেকে যাওয়া হিন্দুদের উপরেও হামলার ঘটনা ঘটছে।’

উৎসব চক্রবর্তী জানান, ‘১৯৪৬ সালের অক্টোবরে পাকিস্তানপন্থী মৌলবাদীরা ১২ হাজার হিন্দুকে খুন করে। ৫০ হাজারের বেশি হিন্দুকে ধর্মান্তরিত করে। ৭৫ বছর পরে সেই একই চিত্র দেখা গেল।’

US condemns attacks on Hindus in Bangladesh

Also Read: