Sunday, May 19, 2024
রাজ্য​

‘প্রতিশ্রুতি পালন করেননি মুখ্যমন্ত্রী’, ফের অবস্থান বিক্ষোভে এসএসসি চাকরি প্রার্থীরা

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ফের অবস্থান-বিক্ষোভে বসলেন এসএসসি চাকরি প্রার্থীরা (SSC Job candidates)। রবিবার ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান-বিক্ষোভে বসলেন তাঁরা। তাঁদের অভিযোগ, মেধাতালিকায় অসঙ্গতি, নিয়োগের ক্ষেত্রে একাধিক দুর্নীতি হয়েছে। প্রতিবাদে বেলা ১২টা থেকে অবস্থান-বিক্ষোভ দেখানো শুরু করেন তাঁরা।

অবস্থান-বিক্ষোভ চলাকালীন তাঁদের কাছে একাধিক দাবি-দাওয়া সম্বলিত প্ল্যাকার্ড দেখা যায়। তাঁদের দাবি, এসএসসি নিয়োগে লাগানছাড়া দুর্নীতি হয়েছে। মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছেন।

উল্লেখ্য, ২০১৯ সালে ধর্মতলায় প্রেস ক্লাবের সামনে অবস্থান-বিক্ষোভে বসেছিলেন চাকরিপ্রার্থীর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্বাসে অনশন তুলে নিয়েছিলেন। অভিযোগ, সেই আশ্বাসের পরে আড়াই বছর কেটে গিয়েছে, কিন্তু এখনও কোনও সমস্যার সমাধান হয়নি।

আন্দোলনকারীদের অভিযোগ, মেধাতালিকায় নাম থাকা সত্ত্বেও চাকরি হচ্ছে না। নিয়োগে ব্যাপক দুর্নীতি হয়েছে। তাই আরও একবার অনির্দিষ্টকালের জন্য অবস্থান-বিক্ষোভে বসলেন এসএসসি চাকরিপ্রার্থীরা।

উল্লেখ্য, ২০১৪ সালে উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়ােগের জন্য টেটের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। দীর্ঘ আট বছর হতে চলল সেই নিয়োগ প্রক্রিয়া এখনও শেষ হয়নি।

SSC job candidates alleging multiple corruption protest again

Also Read: