Monday, May 20, 2024
রাজ্য​

‘হিংসায় উস্কানি’, আব্বাস সিদ্দিকিকে গ্রেফতারির দাবিতে চিঠি বাংলা পক্ষের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: একাধিক দুর্গাপুজো মণ্ডপে হামলার ঘটনায় উত্তপ্ত বাংলাদেশ (Bangladesh)। গোটা বিশ্ব এই ঘটনায় নিন্দায় সরব হয়েছে। ইসকন ইতিমধ্যেই এই ঘটনায় রাষ্ট্রসংঘের হস্তক্ষেপের দাবি জানিয়ে চিঠি পাঠিয়েছে। এপার বাংলার মানুষজনও বাংলাদেশের এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

এদিকে, আব্বাস সিদ্দিকির (Abbas Siddiqi) বিরুদ্ধে সাম্প্রদায়িকতা ছড়ানোর অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) চিঠি লিখেছে ‘বাংলা পক্ষ (Bangla Pokkho)’। মুখ্যমন্ত্রীর পাশাপাশি এই চিঠির প্রতিলিপি পাঠানো হয়েছে কলকাতা পুলিশের কমিশনার এবং রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেলকেও।

চিঠিতে বাংলা পক্ষ লিখেছে, ‘সম্প্রতি সামাজিক মাধ‍্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও বার্তায় দেখা যাচ্ছে, মৌলবাদী রাজনীতিবিদ আব্বাস সিদ্দিকি তীব্র আক্রমণাত্মক সাম্প্রদায়িক বক্তব‍্য রাখছেন। দুর্গাপুজোকে কেন্দ্র করে প্রতিবেশী রাষ্ট্রে যে সাম্প্রদায়িক উত্তেজনা তৈরি হয়েছে, আমাদের পশ্চিমবঙ্গ তা থেকে সুরক্ষিত আছে। এখানকার বাঙালি নিজেদের অসাম্প্রদায়িক চরিত্র বজায় রাখতে সক্ষম হয়েছে ধর্ম নির্বিশেষে। বিগত বিধানসভা নির্বাচনে তার প্রমাণ আমরা পেয়েছি। বর্তমান পরিস্থিতিতে প্রতিবেশী রাষ্ট্রের বিষয়কে টেনে এনে এই বাংলার মাটিকেও অশান্ত করার অপচেষ্টা হচ্ছে। বাঙালি বিরোধী বহিরাগত অপশক্তি যারা ধর্মের ভিত্তিতে বাঙালিকে ভাগ করতে চায়, তারা এইসব উস্কানির মদতদাতা।’

চিঠিতে আরও লেখা হয়েছে, ‘আপনার কাছে বিনীত আবেদন অবিলম্বে এদের বিরুদ্ধে কঠোর ব‍্যবস্থা অবলম্বন করুন। আব্বাসের মতো মৌলবাদীরা স‌খ‍্যাগুরু ধর্মীর মৌলবাদীদের ভিত মজবুত করে। পশ্চিম বাংলার অসাম্প্রদায়িক, মৌলবাদ বিরোধী চেতনা আপনার হাতে সুরক্ষিত থাকবে বলেই বিশ্বাস করি। এছাড়াও যে কোনও ধর্মের যে কেউ ধর্মীয় সাম্প্রদায়িক উস্কানি ছড়ালে সঙ্গে সঙ্গে গ্রেফতার করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানাই। জয় বাংলা।’

Bangla Pokkho writes to CM Mamata Banerjee asking her to arrest Abbas Siddiqui

Also Read: