Tuesday, May 21, 2024
দেশ

এই নিয়ে ১৭ দিনে ১৪ বার, ফের বাড়লো পেট্রোল-ডিজেলের দাম

কলকাতা ট্রিবিউন ডেস্ক: রুটিন মেনে অন্যান্য দিনের মতো আজকেও বাড়লো জ্বালানির দাম (Petrol, diesel prices)। রবিবার পেট্রোলের দাম লিটার প্রতি ৩৫ পয়সা বেরেছে। যার ফলে নয়া রেকর্ড স্পর্শ করলো জ্বালানির দাম। রবিবার কলকাতায় লিটার প্রতি পেট্রোলের দাম ১০৬ টাকা ৪৩ পয়সা। অন্যদিকে, প্রতি লিটার ডিজেলের দাম ৯৭ টাকা ৬৮ পয়সা।

রাজধানী দিল্লিতে লিটার প্রতি পেট্রোলের দাম ১০৫ টাকা ৮৪ পয়সা এবং প্রতি লিটার ডিজেলের দাম ৯৪ টাকা ৫৭ পয়সা। মুম্বাইয়ে লিটার প্রতি পেট্রোলের দাম ১১১ টাকা ৭৭ পয়সা এবং ডিজেল ১০২ টাকা ৫২ পয়সা প্রতি লিটার। চেন্নাইতে লিটার প্রতি পেট্রোলের দাম ১০৩ টাকা ০১ পয়সা এবং ডিজেলের দাম ৯৮ টাকা ৯২ পয়সা।

উল্লেখ্য, চলতি মাসে এখনও পর্যন্ত ১৪ বার জ্বালানির দাম বেড়েছে। অর্থাৎ, চলতি মাসের ১৭ দিনের মধ্যে মাত্র তিনদিন বাদে প্রতিদিনই পেট্রোল-ডিজেলের দাম বেড়েছে। অক্টোবর মাসে পেট্রোলের দাম বেড়েছে ৪.১৫ টাকা এবং ডিজেলের দাম বেড়েছে ৪.৭০ টাকা।

জ্বালানির দাম লাফিয়ে লাফিয়ে বাড়ায় তার প্রভাব পড়েছে নিত্যপ্রয়োজনীয় বাজারেও। দাম বেড়েছে সবজির। এদিকে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেল ৯০ ডলার পেরিয়েছে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়ায় স্বাভাবিকভাবে দেশে পেট্রোল-ডিজেলের দাম বাড়ছে।

Petrol, diesel prices hiked for 4th consecutive day 17 October

Also Read: