Sunday, May 5, 2024
কলকাতা

Primary TET: শিক্ষক নিয়োগে লাগামছাড়া দুর্নীতি, সম্পূর্ণ তালিকা চেয়ে পাঠাল আদালত

কলকাতা ট্রিবিউন ডেস্ক: SSC-এর পরে এবার প্রাথমিক টেট (Primary TET)। ফের শিক্ষক নিয়োগে অনিয়ম নিয়ে হাইকোর্টে (Calcutta High Court) অপদস্ত হল রাজ্য। শিক্ষাগত যোগ্যতার কোনো প্রমাণপত্র ছাড়াই নিয়োগ করা হয়েছে শিক্ষকদের। এই অভিযোগে ২০১৭ সালে নিযুক্ত ১৫,০০০ শিক্ষকের সম্পূর্ণ নামের তালিকা চেয়ে পাঠালেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি।

২০১৪ সালের প্রাথমিক টেট অনুযায়ী ২০১৭ সালে ১৫ হাজারেরও বেশি শিক্ষকদের নিয়োগ করেছিল শিক্ষা পর্ষদ। নির্দ্বিধায় তারা বিগত চার বছর ধরে শিক্ষকতার কাজও করে চলেছেন। কিন্তু সেই নিয়োগ প্রক্রিয়া (Primary TET 2014) খুঁটিয়ে দেখতে গিয়ে উঠে এসেছে একাধিক অনিয়মের নজির। প্রয়োজনীয় কাগজপত্র ছাড়াই চাকরি পেয়েছে এমন ১২ জনের নাম সামনে উঠে আসতে ক্ষুব্ধ হন হাইকোর্টের বিচারপতি। তারপরেই চেয়ে পাঠানো হয় শিক্ষক নিয়োগের সম্পূর্ণ তালিকা।

প্রথমে এই মামলা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গল বেঞ্চের আওতায় ছিল। কিন্তু এই মামলার গভীরতা বুঝতে পেরে এবং আরও বড় দুর্নীতির ইঙ্গিত পেয়ে বিচারপতি জনস্বার্থ মামলার অধীনে ভারপ্রাপ্ত প্রধান বিচাপতির ডিভিশন বেঞ্চে পাঠিয়ে দেন।

আর এরপরেই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল ২০১৭ সালে নিযুক্ত ১৫ হাজার শিক্ষকের তালিকা ২২ সেপ্টেম্বরের মধ্যে কোর্টে হাজির করার নির্দেশ দেন। সেই সঙ্গে তিনি সতর্ক করে দিয়েছেন যদি সংসদ তা না পারে তবে কোর্ট নিজ দায়িত্বে অন্যায়ভাবে নিযুক্ত শিক্ষকদের নাম খুঁজে বের করে যথাযথ পদক্ষেপ নেবে। শেষমেশ, ২০১৪ সালের প্রাথমিক টেটের নিযোগে যে গলদ রয়েছে টা ক্রমশই স্পষ্টতর হচ্ছে।

Primary TET: Calcutta High Court seek full list of primary teachers recruitment based of 2014

Read More News:

SSC: ‘নিয়োগ প্রক্রিয়া ভুলে ভরা, SSC-এর উপর আর কোনও ভরসা নেই’, ক্ষুব্ধ হয়ে মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি

NIRF ranking 2021: দেশের সেরা বিশ্ববিদ্যালয়ের তালিকায় চতুর্থ স্থানে কলকাতা বিশ্ববিদ্যালয়, অষ্টমে যাদবপুর

Farooq Abdullah: ইসলামী নীতি মেনে তালিবান আফগানিস্তানে সুশাসন গড়ে তুলবে: ফারুক আব্দুল্লা

Floating Missile: ভাসমান ক্ষেপণাস্ত্র কেন্দ্র চালু করতে চলেছে ভারত

Kashmiri Pandits: কাশ্মীরি পণ্ডিতদের জন্য নয়া পোর্টাল চালু করল কেন্দ্র, এবার ফিরে পাবেন তাঁরা হারানো সম্পত্তি