Saturday, May 18, 2024
রাজ্য​

Tathagata Roy: ‘চপই তো পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ’, রাজ্য সরকারকে তীব্র আক্রমণ তথাগত রায়ের

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বিজেপি অফিসে চপ-সিঙাড়া দেওয়া সুবোধ মন্ডলকে তৃণমূল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী করার সুপারিশ করলেন তথাগত রায় (Tathagata Roy) । তিনি বলেন, পশ্চিমবঙ্গ বিজেপির উচিত ভবানীপুরের উপনির্বাচনে সুবোধকে প্রার্থী করা। কিন্তু কে এই সুবোধ? জানা গেছে, বিজেপি কার্যালয়ে ফুটফরমাশ খাটে, চপ সিঙ্গারা এনে দেয়।

মঙ্গলবার টুইটে তথাগত রায় লেখেন, “পশ্চিমবঙ্গ বিজেপির উচিত ভবানীপুর উপনির্বাচনে সুবোধকে প্রার্থী করা। কিন্তু কে এই সুবোধ? ঐ যে, বিজেপি কার্যালয়ে ফুটফরমাশ খাটে, চপ-সিঙাড়া এনে দেয়! চপই তো পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ!”


সুবোধ মন্ডল বিজেপির বহুদিনের কর্মী তবে তার পাশাপাশি তিনি বিজেপির রাজ্য সদর দপ্তরের একজন কর্মচারী। বিজেপির রাজ্য সদর দপ্তরে বস্তু ভান্ডারে কাজ করেন সুবোধ। বিজেপির কর্মীদের চা জল খাবারের যোগান দেওয়া থেকে শুরু করে অতিথিদের আপ্যায়ন সবটাই সুবোধের কাজ। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপক্ষে প্রার্থীর কথা বলে তৃণমূলকে কটাক্ষ করলেন তথাগত রায়।

আগামী ৩০ সেপ্টেম্বর ভবানীপুর বিধানসভা আসনে উপনির্বাচন (bhawanipur by election)। সেই উপনির্বাচন ঘিরে একে একে উঠে আসছে দলের প্রথম সারির নেতাদের নাম, যে তালিকায় রয়েছেন স্বয়ং তথাগত রায়ও। এই পরিস্থিতিতে এই টুইটে জল্পনা আরও বেড়েছে। এই টুইটের মাধ্যমে আসলে রাজ্যের চাকরি পরিস্থিতির বেহাল দশার কথাই তুলে ধরেছেন বর্ষীয়ান এই বিজেপি নেতা।

Tathagata Roy on Bhawanipur by-poll

Read More News: