Sunday, May 19, 2024
রাজ্য​

Durga Puja 2021: ভোটের আগে ক্লাবগুলিকে ঘুষ দেওয়া হচ্ছে: বিজেপি; কি বলছে নির্বাচন কমিশন?

কলকাতা ট্রিবিউন ডেস্ক: পুজো কমিটিগুলোকে ৫০ হাজার টাকা করে অনুদান দেওয়ার ঘোষণা করেছে রাজ্য সরকার। সেই সাথে এবছর (Durga Puja 2021) কোনও লাইসেন্স (বিদ্যুৎ ও দমকল) ছাড়াই করা যাবে পুজো। উপরন্তু পুজোর বিদ্যুৎ খরচের ওপরও মিলবে ৫০% ছাড়। এমনই বিভিন্ন নজরকাড়া ঘোষণা করেছে রাজ্য সরকার। তবে উপনির্বাচনের সম্মুখে এমন ঘোষণাকে অনুদান বলতে নারাজ বঙ্গ বিজেপি। তাঁদের মতে, এই অনুদান আসলে ভোট কেনার জন্য ঘুষ।

রাজ্য সরকারের তরফ থেকে পুজোর অনুদানের ঘোষণা করার ঠিক পরেই রাজ্য বিজেপির তরফ থেকে একটি চিঠি জমা পড়ে নির্বাচন কমিশনে। তাঁদের বক্তব্য, শুধুমাত্র কলকাতার ২,৫০০ কমিটি এই সমস্ত সুযোগ সুবিধা পাবে। এর থেকে স্পষ্টতই বোঝা যায় এই ফন্দি তৃণমূলকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য। সেই সাথে সুবিধা পাবে স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়ও।

বিজেপির দাবি, ভোটের মুখে এইসব পদক্ষেপ নেওয়ার মূল কারণ ক্লাবগুলোকে তুষ্ট করে ভোট কেনা। রাজ্য বিজেপির মতে ভোটের মুখে এই ঘোষণা আদর্শ নির্বাচন বিধির বিরোধী। এর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হোক এমনটাই দাবি করেছে বিজেপি।

প্রসঙ্গত, করোনা পর্বে অনুদান না পাওয়ার অজুহাতে পুজো কমিটি গুলোকে গত বছর থেকেই ৫০ হাজার টাকার অনুদান দিচ্ছে রাজ্য সরকার। তারও আগে পুজো কমিটি গুলোকে কোনওবার ১০ তো কোনও বার ২৫ হাজার টাকার সাহায্য দিয়ে এসেছে রাজ্য সরকার।

এদিকে, বিজেপির এই দাবিকে খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন। তাঁদের তরফে সাফ বলা হয়েছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনেক আগেই ঘোষণা করেছেন। এই সিদ্ধান্ত উপনির্বাচনের নির্ঘন্ট প্রকাশ করার পরে নেননি। তাই এ বিষয়ে কোনও হস্তক্ষেপ করবে না নির্বাচন কমিশন।

Durga puja 2021 BJP attacks Mamata Banerjee on Puja grants 

Read More News: