Sunday, May 5, 2024
রাজ্য​

Flood Relief Scam: আদালতে ফের মুখ পুড়ল রাজ্য সরকারের, এবার বন্যা ত্রাণে দুর্নীতির অভিযোগ উঠল রাজ্যের বিরুদ্ধে

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ফের দুর্নীতির মামলায় অপদস্ত রাজ্য সরকার। এবার বন্যা ত্রাণ (Flood Relief Scam) নিয়ে নয়ছয়ের মামলা উঠলো হাইকোর্টে। এদিন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল কড়া মন্তব্য করেন। অভিযুক্তদের বিরুদ্ধে প্রশাসন ঠিক কী পদক্ষেপ নিচ্ছে তা ২২ সেপ্টেম্বরের মধ্যে আদালতকে জানানোর নির্দেশ দিয়েছেন বিচারপতি।

পুলিশ ও সরকার উভয়েরই ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ পেয়েছে প্রধান বিচারপতির কণ্ঠে। তাঁর বক্তব্যে প্রশাসনের গাফিলতির কথাও স্পষ্ট। রাজ্যে দুর্নীতির মামলা দায়ের হলেও তার বিরুদ্ধে যে সেভাবে পদক্ষেপ নিচ্ছে না পুলিশ প্রশাসন সে কথা তিনি খুব পরিষ্কার ভাবে বলেছেন।

উল্লেখ্য, ২০১৭ সালের বন্যায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল মালদহ জেলার হরিশ্চন্দ্রপুর। ক্ষতিগ্রস্তদের সাহায্যের জন্য ত্রাণ দেওয়া হয়েছিল ঠিকই তবে সেই ত্রাণ নিয়ে চরম দুর্নীতির অভিযোগ উঠেছিল। একই ব্যাঙ্ক অ্যাকাউন্ট একাধিকবার টাকা ঢোকার অভিযোগ ওঠে। এবং এই নিয়েই জনস্বার্থ মামলা দায়ের হয় হাইকোর্টে। ২২ জুলাই একটি অভিযোগ দায়ের করা হয়। দু’মাস পেরিয়ে গেলেও কেন কোনো পদক্ষেপ নেওয়া হল না সেই কৈফিয়ত চেয়ে এজি কিশোর দত্তকে প্রশ্ন করেন বিচারপতি।

প্রসঙ্গত, প্রাইমারি টেট এবং এসএসসি পরীক্ষায় নিয়োগে দুর্নীতি নিয়ে ইতিমধ্যেই রাজ্যকে বারবার কাঠগোড়ায় দাঁড়াতে হচ্ছে। এবারে সেই দুর্নীতির তালিকায় বন্যা ত্রাণ নতুনভাবে জায়গা করে নিল। এরপর আর কি কি বিষয় এই তালিকার অন্তর্ভুক্ত হয় সেটাই দেখার।

Calcutta High Court slams state govt on flood relief scam

Read More News: