Friday, May 17, 2024
বিনোদন

Shershaah: আমাজন প্রাইমের সবচেয়ে বেশিবার দেখা সিনেমা ‘শেরশাহ’

কলকাতা ট্রিবিউন ডেস্ক: কার্গিল যুদ্ধে শহিদ ক্যাপ্টেন বিক্রম বাত্রার জীবনী নিয়ে করা ছবি ‘শেরশাহ (Shershaah)’ আমাজন প্রাইম ইন্ডিয়ার (Amazon Prime India) সবচেয়ে বেশিবার দেখা সিনেমা (Most Watched Film)। ১২ আগস্ট OTT প্ল্যাটফর্মে আমাজন প্রাইমে মুক্তি পায় ছবিটি। IMDb-তে ৯০ হাজারের বেশি মানুষ ছবিটিতে রেটিং দিয়েছে। IMDb-তে ‘শেরশাহ’-এর রেটিং ১০ এর মধ্যে ৮.৯।

শেরশাহ আমাজন প্রাইম ইন্ডিয়ার ‘মোস্ট ওয়াচড মুভি’ তকমা পাওয়ায় ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন সিদ্ধার্থ মালহোত্রা (Sidharth Malhotra)। ইনস্টাগ্রাম পোস্টে (Instagram Post) তিনি লিখেছেন, “দর্শকদের থেকে এত পরিমাণ ভালোবাসা ও প্রশংসা পেয়ে আমি আপ্লুত। সবাইকে ধন্যবাদ।” কিয়ারা আডবানি (Kiara Advani) ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, “শেরশাহের প্রতি এত ভালোবাসা, সম্মান এবং প্রশংসার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই।”

কার্গিল যুদ্ধে শহিদ ক্যাপ্টেন বিক্রম বাত্রা
শহিদ ক্যাপ্টেন বিক্রম বাত্রা

ধর্মা প্রোডাকশন (Dharma Productions) বলেছে, ‘শেরশাহ আমাজন প্রাইম ইন্ডিয়ার ১ নম্বর ছবি। এই সম্মান ও ভালোবাসা পেয়ে কৃতজ্ঞ, আপ্লুত, খুশি এবং আবেগে ভাসছি। পর্দায় শেরশাহ ফুটিয়ে তোলা যেমন গর্বের ঠিক তেমনই দায়িত্বের, এটা আমাদের ইতিহাসকে সামনে নিয়ে এসেছে।”

Capt. Vikram Batra and His Girlfriend Dimple Cheema
বিক্রম বাত্রা ও তাঁর বাগদত্তা ডিম্পল চিমা

বিক্রম বাত্রার (Vikram Batra) সাহসীকতা ও তাঁর বাগদত্তা ডিম্পল চিমার (Dimple Cheema) প্রেম কাহিনি ছুঁয়ে গিয়েছে দর্শকদের। প্রেমিকের মৃত্যুর ২২ বছর পরেও তাঁর স্মৃতিকে আকড়ে ধরে বেঁচে আছেন তিনি। এত সুন্দরভাবে বিক্রম বাত্রার জীবনগাথা দেশবাসীর মনে গেঁথে দেওয়ার জন্য সিদ্ধার্থকে ভালোবাসা ও সম্মান জানিয়েছেন বিক্রম বাত্রার পরিবার।

সিদ্ধার্থ মালহোত্রা তাঁর এক ইনস্টাগ্রাম পোস্টে লিখেছেন, “শেরশাহের কার্গিল বিজয়। কার্গিল জয়ের সিকোয়েন্সের শুটিং আমাদের সবার জন্য রোমাঞ্চকর এবং স্মরণীয় অভিজ্ঞতা ছিল। ভূখণ্ড থেকে শুরু করে পর্বতের চূড়ায় অক্সিজেন স্বল্পতা, আমরা যথাসাধ্য চেষ্টা করেছি। ভারতীয় সেনাবাহিনীকে অসংখ্য ধন্যবাদ।”

Shershaah is Amazon Prime’s most watched film

More News to Read: