Tuesday, November 12, 2024
দেশ

মঙ্গলবার SSC মামলার শুনানি, সব পক্ষের বক্তব্য শুনবে সুপ্রিম কোর্ট

কলকাতা ট্রিবিউন ডেস্ক: কলকাতা হাইকোর্টের রায়ে চাকরি হারিয়েছেন ২৫,৭৫৩ জন। হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য। সোমবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে মামলাটির শুনানি হওয়ার কথা থাকলেও সময়ের অভাবে হয়নি। মঙ্গলবার শুনানি হবে। 

আইনজীবীরা জানিয়েছেন, ২০১৬ সালের SSC নিয়োগ দুর্নীতি মামলায় নতুন বেশ কয়েকটি আবেদন জমা পড়েছে। সব পক্ষের বক্তব্য মঙ্গলবার একসঙ্গে শোনা হবে।

উল্লেখ্য, গত ২২ এপ্রিল কলকাতা হাইকোর্ট ২০১৬ সালের SSC পরীক্ষার মাধ্যমে নিযুক্ত ২৫,৭৫৩ জনের চাকরি বাতিলের নির্দেশ দেয়।