Sunday, May 19, 2024
কলকাতা

কেন্দ্রীয় বাহিনী দিয়ে পুরনির্বাচন করানো হোক: সুকান্ত মজুমদার

কলকাতা ট্রিবিউন ডেস্ক: রাজ্য পুলিশের ওপর ভরসা নেই। তাই অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচনের সঙ্গে পুরনির্বাচনেও (civic polls) কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের (central forces) জোরাল দাবি জানালেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumder)। তাঁর কথায়, পশ্চিমবঙ্গ পুলিশের মেরুদন্ড বেঁকে গিয়েছে! রাজ্য পুলিশ এর আগেও ব্যর্থ হয়েছে। তাই তাদেরকে ফের সুযোগ না দিয়ে উপনির্বাচনের পর পুরনির্বাচনও কেন্দ্রীয় বাহিনী দিয়ে করানোর আর্জি জানালেন সুকান্ত মজুমদার।

সুকান্ত মজুমদারের অভিযোগ, ‘বিধানসভা নির্বাচনের আগে থেকেই রাজ্যের পুরভোট আটকে আছে। তবে রাজ্য সরকারের পুরভোট ভোট করানোর ইচ্ছাই ছিল না। আমরা বারবার ভোটের দাবি জানিয়েছি। কিন্তু রাজ্য সরকারের সম্ভবত এটাই পরিকল্পনা ছিল। বিধানসভা ভোটের পর জেলায় জেলায় সন্ত্রাস করে মানুষের মনে ভয় ধরিয়ে পুরসভা ভোটে জিততে চাইছে ওরা।’

পুরভোটে ভালো ফলাফল করার বিষয় আশাবাদী বিজেপির রাজ্য সভাপতি। তিনি বলেন, ‘ বিজেপি সর্বদায় লড়াইয়ের জন্য প্রস্তুত। বিধানসভা ভোটের নিরিখে পুরসভা এবং পুরনিগমে ভালো অবস্থায় রয়েছে আমরা। এবার এই প্রথমবার বিজেপি রাজ্যের বহু পুরসভা এবং পুরনিগম দখল করতে চলেছে।’

উল্লেখ্য, রাজ্যের ১১২টি পুরসভায় ২০২০ সাল থেকে নির্বাচন বকেয়া রয়েছে। জানা গেছে, ভাইফোঁটার পরে এ বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হতে পারে।

BJP demands central forces for civic polls in West Bengal

Also Read: