Sunday, May 12, 2024
আন্তর্জাতিক

হিন্দুদের উপর হামলা হয়েছে, সাফ বললো আমেরিকা, অস্বস্তিতে বাংলাদেশ সরকার

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বাংলাদেশের দুর্গাপুজো মন্ডপ, মন্দির, হিন্দুদের বাড়িঘর, দোকানপাটে হামলা চালিয়েছে দুষ্কৃতীরা। হিন্দুদের ওপর এই হামলার ঘটনায় তীব্র নিন্দা জানাল আমেরিকা। কোনওরকম ঘুরিয়ে পেচিয়ে নয় সরাসরি বাংলাদেশকে বিঁধল আমেরিকা। মার্কিন মুলুকের তরফে স্পষ্ট বলা হয়েছে, বাংলাদেশে হিন্দুদের ওপর হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করুক হাসিনা সরকার। আমেরিকার বক্তব্য, ‘ধর্মীয় অধিকার হলো মানবাধিকার।’

মার্কিন বিদেশ দফতরের মুখপাত্র নেড প্রাইস (Ned Price) টুইটে বলেছেন, ‘দুর্গাপুজো উদযাপনের সময় বাংলাদেশে হিন্দু মন্দির এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনার তীব্র নিন্দা জানাই আমরা। হিন্দু সম্প্রদায়ের প্রতি সহমর্মিতা জানাচ্ছি। বাংলাদেশ সরকারকে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আহ্বান জানাই। ধর্ম বিশ্বাস হল মানবাধিকার।’


আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা সংক্রান্ত মার্কিন দফতর (Office of International Religious Freedom ) টুইটে বলেছে, ‘বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর ভয়াবহ হামলার ঘটনায় আমরা আতঙ্কিত। ধর্মীয় সংখ্যালঘু গোষ্ঠীর সকলেরই নির্ভয়ে উপাসনা করার অধিকার রয়েছে।’

America condemns attacks on hindu temples in Bangladesh

Also Read: