Saturday, May 4, 2024
রাজ্য​

হুগলির রিষড়ায় রামনবমীর শোভাযাত্রায় ইটবৃষ্টি, ১৪৪ ধারা জারি

কলকাতা ট্রিবিউন ডেস্ক: হাওড়ার পর এবার হুগলির রিষড়ায় রামনবমীর মিছিলকে কেন্দ্র করে অশান্তি। মিছিলে ভাঙচুর, ইটবৃষ্টি, আগুন! রবিবার হুগলির রিষড়ায় রাম নবমীর মিছিলে অংশ নেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। অভিযোগ, আচমকা অশান্তির সূত্রপাত ঘটে।

পুলিশ এবং নিরাপত্তার দায়িত্বা থাকা কেন্দ্রীয় জওয়ানরা দিলীপ ঘোষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যায। পরিস্থিতি সামাল দিতে গিয়ে আক্রান্ত পুলিশও।


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দিলীপ ঘোষের নেতৃত্বে মিছিল রিষড়ার সন্ধ্যাবাজার এলাকায় পৌঁছতেই অশান্তি শুরু হয়। এলাকায় শুরু হয় ইটবৃষ্টি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। বিধায়ক বিমান ঘোষের মাথায় চোট লাগে। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। রিষড়া থানার ওসি পিয়ালি বিশ্বাস সহ কয়েগজন পুলিশকর্মীও জখম হয়েছেন। এলাকায় ১৪৪ ধারা জারি করেছে পুলিশ।


অশান্তির ঘটনায় পুলি‌শের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ তুলেছেন দিলীপ ঘোষ। তিনি জানান, এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়েন ছিল না।