Monday, May 6, 2024
কলকাতা

চিনের ঋণের ফাঁদে আফ্রিকা, বাড়ছে উদ্বেগ

কলকাতা ট্রিবিউন ডেস্ক: বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশে আর্থিক মন্দা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে চিন আফ্রিকার বিভিন্ন দেশকে ঋণের ফাঁদে ফেলছে। কত লাগবে বলুন? বলা মাত্রই চিন টাকা নিয়ে হাজির। আপাত দৃষ্টিতে এটা আফ্রিকার দরিদ্র দেশগুলোর জন্য আর্শীবাদ মনে হলেও বাস্তবে এটা অভিশাপ! কেননা চিনের থেকে নেওয়া ঋণ না মেটাতে পারলে দেশগুলো চিনের দখলে চলে যাবে।

এ বিষয়ে ইতিমধ্যেই উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্ব ব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড মাপলাস। তিনি বলেছেন, চিন কি শর্তে ঋণ দিচ্ছে সেটা ভালোভাবে পড়া উচিত। এটা ভুললে চলবে না, ঋণ আর আর্থিক সাহায্য দুটো আলাদা জিনিস। ঋণ শোধ করতে না পারলে কি হতে পারে তা জেনে ঋণ নেওয়া উচিত।

উল্লেখ্য, ইতিমধ্যেই চিনের থেকে জাম্বিয়া, ইথিওপিয়া, ঘানা থেকে রোয়ান্ডা, সুদান, তিউনেশিয়া বিপুল পরিমাণে ঋণ নিয়েছে। চিনের থেকে ধার নিয়ে আধুনিক ট্রেন, ব্রিজ, রাস্তা সহ নানা আধুনিক পরিকাঠামো তৈরি করছে আফ্রিকার বিভিন্ন দেশ। চিনের দেওয়া ধারের টাকায় আফ্রিকার দেশগুলিতে পরিকাঠামো তৈরি করছে চিনা কোম্পানি। চিনের থেকে ঋণ নিয়ে আফ্রিকার একেবারে গরীব দেশ সুদান, ইথিওপিয়া ঋণের বোঝায় ডুবে যাওয়ার পথে।