Wednesday, April 24, 2024
দেশ

ফের বিশ্বের জনপ্রিয় রাষ্ট্রনেতা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

কলকাতা ট্রিবিউন ডেস্ক: ফের বিশ্বের জনপ্রিয় রাষ্ট্রনেতা হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। জনপ্রিয়তার তালিকায় বিশ্বের তাবড় তাবড় নেতাদের পিছনে ফেলে দিয়েছেন তিনি। রবিবার ‘মর্নিং কনসাল্ট’-এর সমীক্ষা রিপোর্টে এমনই তথ্য সামনে এসেছে।

‘মর্নিং কনসাল্ট’-এর সমীক্ষায় বিশ্বের সবচেয়ে জনপ্রিয় নেতা হিসেবে ৭৬ শতাংশ সমর্থন পেয়ে শীর্ষস্থানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তালিকায় ৬১ শতাংশ সমর্থন পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন মেক্সিকোর প্রেসিডেন্ট লোপেজ অব্রাডোর। ৫৫ শতাংশ সমর্থন পেয়ে তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার প্রেসিডেন্ট অ্যান্থোনি অ্যালবাবিজ।


মার্কিন প্রেসিডেন্ট (US President) জো বাইডেন ৪১ শতাংশ সমর্থন পেয়ে ষষ্ঠ স্থানে রয়েছেন। কানাডার প্রেসিডেন্ট জাস্টিন ট্রুডো (Justin Trudeau) রয়েছেন অষ্টম স্থানে।

মর্নিং কনসাল্ট আমেরিকান প্রতিষ্ঠান। যারা নেতাদের অনুমোদনের রেটিং ট্র্যাক করে এবং অস্ট্রেলিয়া, জার্মানি, ভারত, নেদারল্যান্ডস, নরওয়ে, পোল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র এবং আরও অনেক দেশে তাদের জনপ্রিয়তার প্রকাশ করে।