বিরোধীদের ‘ডিম্ভাত’ খোঁচা! এবারের ২১ জুলাই খাবারের মেনু বদলালো তৃণমূল
কলকাতা ট্রিবিউন ডেস্ক: তৃণমূলের একুশে জুলাই মানেই যেন ‘ডিম্ভাত’! শহিদ মিনারে চারিদিকে ডিম-ভাত নিয়ে বসে যেতেন তৃণমূলের কর্মী সমর্থকরা! বিষয়টি নিয়ে বিরোধীদের খোঁচা, হাসি-তামাশা, টিপ্পনী করে থাকে। তবে তৃণমূলের হালও এখন বদলেছে, নেতা-কর্মীরা এখন হেলিকপ্টারে করে সভাস্থলে যান। তাই এবার খাবারের মেন্যুতেও বদল আনলো তৃণমূল।
এবারের ২১ জুলাই দলীয় কর্মীদের জন্য ডিমভাতের পাশাপাশি মেনুতে ছিল চিকেন। দূর-দূরান্ত থেকে থাকা তৃণমূল কর্মীসমর্থকরা রাস্তার ধারেই জমিয়ে চিকেন ভাত খেলেন। শেষ পাতে ব্যবস্থা ছিলো চাটনিরও।