Tuesday, December 10, 2024
দেশ

‘কেউ ঠেকাতে পারবে না, ২০৪১ সালের মধ্যে অসম মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্য হবে’, দাবি হিমন্ত বিশ্বশর্মার

কলকাতা ট্রিবিউন ডেস্ক: শুক্রবার অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা সম্প্রতি দাবি করেছেন, ‘২০৪১ সালের মধ্যে অসম মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্য হবে। প্রতি দশকে হিন্দু জনসংখ্যা বেড়েছে ১৬ শতাংশ হারে। এদিকে মুসলিম জনসংখ্যা বেড়েছে ৩০ শতাংশ হারে। প্রায় দ্বিগুণ হারে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির কারণে ২০৪১ সালের মধ্যে অসম মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাজ্যে পরিণত হবে‌। এটা কেউ ঠেকাতে পারবে না।’

বিশ্বশর্মা মনে করেন, ‘জনবিন্যাসে এই পরিবর্তন অসমের সংস্কৃতি এবং ঐতিহ্যের উপর প্রভাব ফেলবে। তাই রাজ্যের স্থায়ী জনসংখ্যার পরিবর্তনের জন্য কার্যকর নীতি গ্রহণ করা প্রয়োজন।’ তাঁর এই মন্তব্য বিতর্কের জন্ম দিয়েছে। সমালোচকরা বলছেন, এই ধরনের মন্তব্য বিভাজন ও সাম্প্রদায়িক উত্তেজনা উস্কে দিতে পারে। 

অন্যদিকে, বিশ্বশর্মার সমর্থকরা মনে করছেন, মুখ্যমন্ত্রী বাস্তব পরিস্থিতি তুলে ধরছেন। এই ইস্যুতে আরও মনোযোগ দেওয়া উচিত। 

পরিসংখ্যান অনুযায়ী, অসমে মুসলিম জনসংখ্যা ইতিমধ্যে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এর পিছনে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের দায়ী বলে অভিযোগ। এর আগে হিমন্ত বিশ্বশর্মা দাবি করেছিলেন, ‘১৯৫১ সালে অসমের মোট জনসংখ্যার ১২ শতাংশ ছিল মুসলিম। সেটা ক্রমশ বেড়ে এখন ৪০ শতাংশে দাঁড়িয়েছে। জন বিন্যাসে বহু জেলা আমাদের হাতছাড়া হয়ে গেছে। এটা কোনও রাজনৈতিক ইস্যু নয়। এটা জীবন-মৃত্যুর বিষয় হয়ে দাঁড়িয়েছে।’