‘পড়ুয়াদের উপরে হামলা মেনে নেওয়া যায় না’, বাংলাদেশ নিয়ে কড়া বিবৃতি জাতিসংঘের
কলকাতা ট্রিবিউন ডেস্ক: এবার বাংলাদেশে চলমান কোটা বিরোধী আন্দোলনে পড়ুয়াদের উপরে হামলার ঘটনায় তীব্র নিন্দা জানালো জাতিসংঘ। রাষ্ট্রপুঞ্জের তরবে বল হয়েছে, “পড়ুয়াদের উপরে হামলা মেনে নেওয়া যায় না এবং এই ধরনের সহিংসতার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।’ উল্লেখ্য, বাংলাদেশে কোটা পদ্ধতির বিরুদ্ধে ছাত্র আন্দোলন ব্যাপক আকার ধারণ করেছে।
এই আন্দোলনের মূল কারণ হলো, সরকারি চাকরিতে কোটার ব্যবস্থা নিয়ে ছাত্রদের মধ্যে অসন্তোষ। তারা মনে করেন, এই পদ্ধতি মেধাবীদের প্রতি অবিচার করছে এবং যোগ্য প্রার্থীরা বঞ্চিত হচ্ছেন। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সহিংসতার ঘটনা ঘটেছে। প্রতিবাদকারী ছাত্রদের উপর পুলিশি নির্যাতন, টিয়ার গ্যাস এবং রাবার বুলেট ছুঁড়েছে।
আন্দোলন চলাকালীন সহিংসতায় এখন পর্যন্ত ১০৬ বেশি জনের মৃত্যু হয়েছে এবং বহু ছাত্র গুরুতরভাবে আহত হয়েছেন। আহতদের মধ্যে অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন। ছাত্রদের দাবি, তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছেন, কিন্তু পুলিশ ও ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠনের সদস্যরা তাদের উপরে হামলা চালাচ্ছেন।
জাতিসংঘের এই মন্তব্যের পর, আন্তর্জাতিক মহলেও বাংলাদেশের এই কোটা বিরোধী আন্দোলন নিয়ে আলোচনা শুরু হয়েছে। মানবাধিকার সংগঠনগুলোও বাংলাদেশ সরকারকে এই সহিংসতার জন্য দায়ী করে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে। সরকারের তরফ থেকে বলা হয়েছে, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করছেন এবং ছাত্রদের সাথে আলোচনার মাধ্যমে সমাধান খুঁজে বের করার চেষ্টা করছেন।
তবে পরিস্থিতি এখনও অগ্নিগর্ভ, এবং দেশের বিভিন্ন স্থানে আন্দোলন অব্যাহত রয়েছে। সাধারণ জনগণও এই আন্দোলনের প্রতি সমর্থন জানাচ্ছেন এবং সরকারের কাছ থেকে ন্যায্যতার দাবি করছেন। জাতিসংঘসহ আন্তর্জাতিক মহলের নজর এখন বাংলাদেশের উপর, এবং সবাই আশা করছেন শ্রীঘ্রই এই সহিংসতার অবসান হবে।