আন্দোলনকারীদের বড় জয়, বাংলাদেশে সরকারি চাকরিতে মেধায় নিয়োগ ৯৩ শতাংশ, ৫ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা
কলকাতা ট্রিবিউন ডেস্ক: বাংলাদেশে কোটা বিরোধী আন্দোলনে আন্দোলনকারীদের বড় জয়। রবিবার বাংলাদেশের সুপ্রিম কোর্ট কোটা নিয়ে হাইকোর্টের রায় বাতিল করে দিল। এদিন সুপ্রিম কোর্ট জানিয়েছে, সরকারি চাকরিতে ৯৩ শতাংশ নিয়োগ হবে মেধার ভিত্তিতে। বাকি ৭ শতাংশের মধ্যে ৫ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা, ১ শতাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটা আর ১ শতাংশ প্রতিবন্ধী-তৃতীয় লিঙ্গ কোটা হিসেবে থাকবে। তবে সরকার চাইলে এই কোটার হার কম-বেশি করতে পারবে। সরকারকে এই বিষয়ে প্রজ্ঞাপন জারির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
উল্লেখ্য গত কয়েকদিন ধরে কোটা দিয়ে আন্দোলনে উত্তাল হয়ে উঠেছিল বাংলাদেশ। সাধারণ ছাত্র-ছাত্রীদের সঙ্গে পুলিশ এবং নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে অন্তত প্রায় ১৫০ জন নিহত হন বলে খবর। অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশে বড় জয় পেলেন কোটা বিরোধী আন্দোলনকারীরা।
রবিবার বাংলাদেশের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে শুনানি শুরু করেন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ। শুনানিতে কোটা নিয়ে হাইকোর্টের পূর্বের রায়কে বাতিল করে দেওয়া হয়।
শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেওয়ার জন্য ৫ জন আইনজীবীকে অনুমতি দেয় আদালত। সুপ্রিম কোর্টের শুনানিতে অংশ নেয়া ৯ জন আইনজীবীর মধ্যে ৮ জনই হাইকোর্টের আদেশ বাতিল করার পক্ষে মত দেন। একজন আইনজীবী কোটা সংস্কারের পক্ষে মতামত দেন।